কিছুক্ষণের মধ্যেই বাংলার এই সকল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ ভোটমুখী বাংলাতে বসন্তেই যেন গ্রীষ্মের আবহাওয়া (weather) বিরাজ করছে। গ্রীষ্মকাল আসার আগেই রোদের তেজে নাজেহাল হয়ে পড়ছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে এতদিন ধরে তীব্র রোদের তেজ দেখা গেলেও, এবার একটু বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বাংলার উওরের জেলাগুলো দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে দক্ষিণের পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনাপুর, হাওড়া, ঝাড়গ্রামের বেশকিছু এলাকায় আগামী কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

in chennai rains 1

আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া দফতর। সকালের দিকে বেশকিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে। তবে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার ইঙ্গিতও দিয়েছেন আবহাওয়াবিদরা।

81d3986c4a16c723f14db656cc84a0ab

তবে বাংলার দক্ষিণে আজকের আকাশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভোটের মুখে তাপমাত্রার পারদ উর্দ্ধগামী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের বেশকিছু এলাকায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর