বাংলাহান্ট ডেস্কঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজী মহারাজ (swami vagishananda maharaj)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে ভর্তি থাকাকালীন শুক্রবার সন্ধ্যেয় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান স্বামী বাগীশানন্দজী।
https://www.facebook.com/rkmbelur/posts/3798288410261151
রামকৃষ্ণ মঠ ও মিশনের সবথেকে প্রবীণতম সন্ন্যাসী ছিলেন স্বামী বাগীশানন্দজী। তাঁর এই প্রয়াণে কিছুটা শোকস্তব্ধ হয়ে পড়েছে রামকৃষ্ণ মঠ। শুক্রবার সন্ধ্যেয় ৭টা বেজে ১০ মিনিট নাগাদ রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন স্বামী বাগীশানন্দজী।
শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত প্রয়াত সন্ন্যাসীর দেহ রাখ ছিল কাশীপুর উদ্যানবাটিতে। সেখান থেকে এই স্বামীজির মরদেহ নিয়ে গিয়ে রাত ৮ টা অবধি রাখা হবে বেলুড় মঠ ও সংস্কৃতি ভবনে। সেখানেই তাঁর অগণিত ভক্ত ও অনুরাগীরা তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বেলুড়ে মঠেই স্বামীজির শেষকৃত্য সম্পন্ন করা হবে রাত সোয়া ৯টা নাগাদ।