বাংলা হান্ট ডেস্কঃ উড়িষ্যার বিধানসভায় শুক্রবার বিজেপির বিধায়ক সুভাষ পানিগ্রহী (Subash Panigrahi) আত্মহত্যা করার প্রচেষ্টা করেন। উনি অভিযোগ করে বলেন যে, সরকার কৃষকদের ধান কেনার ইস্যুতে আলোচনা করতে চাইছে না। বিধানসভায় ধান কেনার ইস্যু নিয়ে তুমুল হাঙ্গামা হয়। এরপর রাজ্যের খাদ্যমন্ত্রী যখন বিধানসভায় সরকারের ধান কেনা নিয়ে বয়ান দিচ্ছিলেন, তখন বিজেপির বিধায়ক স্যানিটাইজার খাওয়ার প্রচেষ্টা করেন। এরপর ডাক্তাররা সুভাষ চন্দ্রকে তৎক্ষণাৎ পরীক্ষা করেন। এখন সুস্থ আছেন বিজেপির বিধায়ক।
বিজেপির বিধায়ক আর কংগ্রেসের বিধায়করা মধ্যাহ্ন্যভোজের আগে সদনে তুমুল হাঙ্গামা করেন। এরপর বিধানসভার অধ্যক্ষ এনএন পাত্রা রাজ্যের মন্ত্রীকে সদনে কৃষকদের ধান নিয়ে বয়ান দিতে বলেন। সদনের আলোচনা দুবার স্থগিত হওয়ার পর বিকেল চারটে নাগাদ যখন খাদ্য মন্ত্রী বয়ান দেওয়া শুরু করেন, তখনই বিজেপির বিধায়ক সুভাষ চন্দ্র নিজের আসনে দাঁড়িয়ে স্যানিটাইজারের বোতল নিজের পকেট থেকে বের করে সেটিকে পান করার চেষ্টা করেন।
বিজেপির অন্য বিধায়করা সুভাষ চন্দ্রকে কোনোভাবে আটকাতে সক্ষম হয়। বিজেপির বিধায়ক সুভাষ চন্দ্র বলেন, ‘আমি এর আগেও এই ইস্যুতে আত্মহত্যা করার হুমকি দিয়েছিলাম। কিন্তু সরকার কৃষকদের সমস্যা নিয়ে কর্ণপাত করার কোনও স্বদিচ্ছা দেখায় নি। আমার বিধানসভা এলাকায় অনেক কৃষক আত্মহত্যা করার হুমকি দিয়েছে। এই কারণে আমি নিজে বিধানসভার মধ্যে স্যানিটাইজার পান করার সিদ্ধান্ত নিই।”
বিজেপির বিধায়ক বলেন, রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কাজ করার জন্য বড়বড় প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতি কোনদিনও কাজে বদলায় না। বিজেপির বিধায়ক বলেন, আমাকে কাছে কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া কোনও বিকল্প ছিল না।