ভারতের সীমান্তের কাছে ‘মেগা ড্যাম’ তৈরির ঘোষণা চীনের, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ভারত

বাংলাহান্ট ডেস্কঃ আবারও উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়তে চলেছে ভারত (india) চীন (china) সম্পর্কের মাঝে। সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে নিলেও, চীন এবার অন্য খেলায় মেতে উঠেছে। ব্রহ্মপুত্র নদের (Brahmaputra) উপরে ‘মেগা ড্যাম’ তৈরি করে জলবিদ্যুৎ উৎপাদনের (Hydropower generation) পরিকল্পনাকে এবার বাস্তবরূপ দিতে উঠে পড়েছে গেলেছে চীন সরকার।

প্রথম থেকেই বেজিং-র এই কাজে নানাভাবে বাঁধা দিয়ে এসেছে নয়াদিল্লী। কিন্তু তা সত্ত্বেও চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত করে সোমবার তিব্বতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কাজ দ্রুতই শুরু করার বিষয়েও জানানো হয়েছে। চীনের এই জলবিদ্যুৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রসঙ্গে সীমান্ত এলাকার সংঘর্ষের পর ভারতের সঙ্গে আবারও একটি সমস্যার সূত্রপাত হতে চলেছে।

Three gorges dam

এবিষয়ে গত ফেব্রুয়ারিতেই সংসদে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছিলেন, ‘ব্রহ্মপুত্র নদ সহ চীন থেকে আগত নদীগুলোর বিষয়ে কূটনৈতিক স্তরে বহুবার বেজিং-র সঙ্গে আলোচনা হয়েছে। ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ প্রকল্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন না হওয়ার, এমনকি ভারতের কোন ক্ষতি না হওয়ার আশ্বাস দিলেও, চীনের কার্যকলাপের উপর কড়া নজর রাখতে হবে ভারতকে’।

চীনের এই প্রকল্পের ফলে ভারত প্রভূত ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে জলসংকট অন্যতম। ভারতের ধারণা, নদীর উচ্চ গতিপথে জলাধার তৈরি করে জলবিদ্যুৎ উৎপাদনের ফলে ভারতের প্রচুর পরিমাণে জলসংকট দেখা দেবে। যার প্রভাব পড়বে কৃষিকাজে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, হড়পা বান কিংবা বর্ষাকালে বন্যাও দেখা দিতে পারে।


Smita Hari

সম্পর্কিত খবর