শোভন-বৈশাখীর বিজেপি ছাড়া নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি! মুখ খুললেন রত্না চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির (bjp) প্রার্থী তালিকায় নাম না থাকায়, দল ছাড়লেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‘ছেলেখেলা করছেন এখন রাজনীতি নিয়ে’, এমন কটাক্ষ করলেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)।

তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে বহু আগেই মুখ্যমন্ত্রীর ছত্রছায়া ত্যাগ করে গেরুয়া শিবিরে আশ্রয় নিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে একে একে শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি সহ তৃণমূলের হেভিওয়েট নেতারা গিয়ে বিজেপিতে যোগ দেন।

vdhdbjhd

বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় বেহালা পূর্বে যে আসনে নিজের নাম ভেবেছিলেন শোভন চট্টোপাধ্যায়, সেখানেই দল টিকিট দিল দলের নতুন সদস্যা অভিনেত্রী পায়েল সরকারকে। এই অপমান মেনে নিতে না পেরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজেদের পদত্যাগ পত্র পাঠান শোভন-বৈশাখী।

ecfd042e213c0c38ddf415724ec3364f6b848a3e96e7b2a97f79080941a84c68

এই ঘটনার বিষয়ে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘আমার মনে হয় এখনই উনি দল ছাড়বেন না, তৃণমূলের মত এখানেও দর কষাকষি করবেন। রাজনীতিতে এরকম দর কষাকষি চলে না। তৃণমূলে মানিয়ে নিতে না পেরে, শেষে বিজেপিতে গেছেন। ওনাকে দেখলে এখন আমার করুণা হয়। তৃণমূল ছেড়ে যাওয়ার পর তাঁর অবস্থা ক্রশম খারাপ হয়ে গেছে’।

তিনি আরও বলেন, ‘ছেলে মানুষের মত কাজ করছেন শুধু শুধু। তিনি চাইলেই যে টিকিট পাবেন, তেমনটাতো নয়। আর এখনও তো ২৯৪ টির মধ্যে অনেক সিট বাকি আছে, টিকিট পাননি সেটা কি করে বলছেন। তৃণমূলে থাকতেও এটা পেলাম না, ওটা পেলাম না বলতেন। আর এখন বিজেপিতে গিয়েও তাই শুরু করেছেন। ছেলেখেলা করছে এখন রাজনীতি নিয়ে’।


Smita Hari

সম্পর্কিত খবর