পিসির স্বার্থপরতার জন‍্য কেন্দ্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বাংলার মানুষ: শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: নির্বাচনের আগে ভাগেই এসেছেন রাজনীতিতে। বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। আর যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন অভিনেত্রী। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকায় নাম না থাকলেও পরবর্তী দফাগুলিতে বিজেপির হয়ে শ্রাবন্তীর নির্বাচনে লড়ার সম্ভাবনা প্রবল।

ফের একবার টুইটারে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শ্রাবন্তী। পরপর টুইটে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘পিসির স্বার্থপরতার জন‍্য কেন্দ্রের বেশিরভাগ সুবিধাজনক প্রকল্পের লাভই পায় না বাংলা। ওঁর ক্ষুদ্রমনা রাজনীতির জন‍্য অত‍্যন্ত জরুরি সুযোগ সুবিধা থেকেও অন‍্যায় ভাবে বঞ্চিত হতে হচ্ছে। বাংলাকে আর এসব সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।’

Srabanti Chatterjee hd pic 14
এখানেই শেষ নয়। আরো একটি টুইটে শ্রাবন্তী লিখেছেন, ‘যাদের মাথা গোঁজার কোন ঠাঁই নেই তাদের কাছে  ট্যাব কেনা বিলাসিতা নয় কী? আমফানের ঝড়ে উড়েছে চাল,কিন্তু কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে।তাই বাধ্য হচ্ছে মানুষ ট্যাবের টাকাতে বাড়ির ছাদ সরাতে। এটাই পিসির উন্নয়ন।’ দুটি টুইটেই হ‍্যাশট‍্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘#BongerBhumiteShah’

IMG 20210315 130946

সম্প্রতি বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রশংসা করে একটি টুইট করেন শ্রাবন্তী। টুইটে তিনি লেখেন, ‘বাংলায় আসবে মোদী সরকার গড়ে উঠবে কারখানা, বিকাশ হবে কৃষির, মানুষ পাবে সুরক্ষা। বাংলায় আসবে পরিবর্তন।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন, ‘#BanglaChaayeBJPModel’।

IMG 20210315 131001

কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে নেতা মন্ত্রীদের বিজেপিতে যোগদান নিয়ে সবুজ শিবিরকে কটাক্ষ করেন শ্রাবন্তী। তৃণমূলকে কটাক্ষ করেন শ্রাবন্তী। তিনি লেখেন, ‘পিসি ভাইপো রাজনীতির জন‍্যই নেতা, কর্মী, মন্ত্রীরা তৃণমূল ছাড়তে বাধ‍্য হচ্ছে। এই দুজন সবসময় নিজেদের ক্ষমতার অপব‍্যবহার করে এসেছে।’ এভাবেই তীক্ষ্ণ কটাক্ষ বাণ হানেন তিনি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ্দেশে।


Niranjana Nag

সম্পর্কিত খবর