বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যে পুরুলিয়ার জয়পুরের তৃণমূল (All India Trinamool Congress) প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করেছে কমিশন। হলফনামায় তারিক বিভ্রাটের কারণে উজ্জ্বল বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়েছিল। এরপর তৃণমূলের তরফ থেকে আদালতে গিয়েও কাজ হয়নি প্রথমে আদালত মনোনয়ন বহাল করার নির্দেশ দিয়েছিল। কিন্তু পরে কমিশনের সিদ্ধান্তকে চূড়ান্ত মেনে নিয়েছিল আদালত। আর এরফলে পুরুলিয়ার জয়পুর আসন এখন শাসক শূন্য।
আর এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে মনোনয়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তথ্য গোপন করার অভিযোগ তুলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করার দাবি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করার সময় যেই হলফনামা দিয়েছেন, তাতে তিনি ৬ টি ফৌজদারি মামলার কথা গোপন করে গিয়েছেন।
শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমে পাঁচটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সেই কথা তিনি নিজের হলফনামায় উল্লেখ করেন নি। এছাড়াও একটি সিবিআই-এর মামলার কথা উল্লেখ করেন নি তিনি। শুভেন্দু অধিকারী বলেন, হলফনামায় কখনো ফৌজদারি মামলার কথা গোপন করা যায় না। আর এই কারণে আমি ওনার মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশন দেশের আইন মেনে সিদ্ধান্ত নেবেন। কমিশন যা করবে, সেটা মাথা পেতে নেব।
বলে রাখি, নন্দীগ্রামের আসনের জন্য ১২ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ১০ মার্চ বুধবার মনোনয়ন জমা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মনোনয়নের স্ক্রুটিনি শুরু হয়েছে। আগামী বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীর অভিযোগকে গুরুতর ভাবে নিয়ে নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করে কি না।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…