বিজেপি জিতলে মেদিনীপুরের নাম পাল্টে মোদিনীপুর করে দেবে! গুরুতর অভিযোগ অভিষেকের

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির (mamata banerjee) পায়ে আঘাত লাগার পর সোমবার মেদিনীপুরের চন্দ্রকোণার সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চে দাঁড়িয়েই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপিকে সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর পায়ের চোটকে পরিকল্পনামাফিক বলেও অভিযোগ করলেন তিনি।

একাধিক ইস্যু নিয়ে মোদী-শাহ এবং বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে বহিরাগতদের ‘নায়ক’ বলে কটাক্ষ করে তিনি বললেন, ‘মেদিনীপুরে বসে রয়েছেন বহিরাগতদের নায়ক। বিজেপিকে ভোট দেওয়ার অর্থ খাল কেটে কুমির আনা। আমদাবাদে স্টেডিয়ামের নাম পাল্টে ‘মোদী’ রেখেছেন। এবার দেখবেন মেদিনীপুরের নাম পাল্টে মোদিনীপুর করে দেবে’।

jvjcvcv

বিজেপির সোনার বাংলা গড়ার পরিকল্পনাকে ব্যঙ্গ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গরুর দুধ থেকে সোনা বার করে দেবেন দিলীপ ঘোষ, আর সেই সোনা দিয়েই দেখবেন সোনার বাংলা গড়ছেন অমিত শাহ। যদি তাই হত, তাহলে কেন সোনার মহারাষ্ট্র, সোনার উত্তরপ্রদেশ, সোনার ঝাড়খন্ড হয়নি?’

মমতা ব্যানার্জির আঘাতের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘বিজেপি মহিলাদের সম্মান দিতে জানে না। এক মহিলার উপর আঘাত করতে গিয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে গোটা একটা দল। জোর করে যেমন মধ্যপ্রদেশ, বিহার দখল করেছে ওঁরা, তেমনই জোর করে বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা করছে’।

ভাঙা পা নিয়েই লড়বেন মমতা ব্যানার্জি, বলে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ‘বিজেপি নেতারা রাজ্যে এলে জনগণের ভিড় হয় না। অমিত শাহের ঝাড়গ্রামের সভায় যে চার-পাঁচজন লোক হয়েছিল, তাঁর থকে বেশি লোক তো চায়ের দোকানেই থাকেন। এই ভাঙা পা নিয়েই লড়বেন মমতা ব্যানার্জি। এই বাংলা নিজের মেয়েকেই চায়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর