মুখ্যমন্ত্রী মমতার ওয়ার্ডেই পানীয় জলে বিষক্রিয়া! মৃত ১, অসুস্থ বহু

খাস কলকাতায় (Kolkata) পানীয় জলে বিষক্রিয়ার ঘটনা ঘটল। গুরতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তাদের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্য হয়েছে। কলকাতা পুরসভার অন্তর্গত ভবানীপুর এলাকায় ৭৩ নং ওয়ার্ডে এই বিষক্রিয়া ঘটে। ঘটনা চক্রে এই ওয়ার্ডেরই বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পানীয় জল পান করতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা।

খবর অনুযায়ী, কলকাতা (Kolkata) পুরসভার ৭৩ নং ওয়ার্ডের শ্রমিক আবাসনে দুটি জলের ট্যাঙ্কার আছে। ওই ট্যাঙ্কারের জলই পানীয় জল হিসেবে ব্যবহার করেন বাসিন্দারা। তবে যে পুরসভার কর্মীদেই ওয়ার্ডে আবাসনে এই বিষক্রিয়ায় অনেকেই গুরতর অসুস্থ হয়েছেন। তাদের অভিযোগ, জলের ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়না। এমনকি ওই ট্যাঙ্কের জলে নর্দমার নোংরা জলও মিশছে।

KMCs 1 1

এই বিষজল খেয়ে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম ভুবনেশ্বর দাস। তিনি ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেন বলে জানা যাচ্ছে। জলে এই বিষক্রিয়া যেহেতু পুরসভার শ্রমিক আবাসনে ঘটেছে, তাই অভিযোগের আঙ্গুল উঠছে পুরসভার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের দিকে।

এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কিন্তু ট্যাঙ্কের জলের বিষক্রিয়ার অভিযোগ তিনি মেনে নেন নি। অন্যদিকে এই ঘটনায় সরবরাহ ও স্বাস্থ্য বিভাগের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম।

ইতিমধ্যেই ওই ট্যাঙ্কের জল খেতে নিষিদ্ধ করা হয়েছে। তার সাথে স্থানীয়দের আতঙ্ক কাটাতে বিকল্প ব্যবস্থা হিসাবে পুরসভার তরফে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত খবর