জন্মদিনেই বিষ্ফোরক সিদ্ধান্ত আমির খানের, সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার শেষ পোস্ট

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়াকে (social media) বিদায় জানালেন আমির খান (aamir khan)। টুইটার, ইনস্টাগ্রাম সহ নিজের সমস্ত সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলই বন্ধ করে দিলেন তিনি। নিজের ৫৬ তম জন্মদিনের দিনই এই ঘোষনা করেন আমির। তিনি জানান, অনুরাগীদের সঙ্গে আগে যেমন ভাবে যোগাযোগ করতেন তিনি সেভাবেই এবার থেকে করবেন আমির।

নিজের কাজে সম্পূর্ণ রূপে মনোযোগ দেওয়ার জন‍্যই এই সিদ্ধান্ত আমির নিয়েছেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পর্যন্ত নিজের মোবাইল ফোন বন্ধ করে রাখবেন। আসলে শুটিং সেটে বারবার ফোন বাজতে থাকায় তাঁর মনোযোগে ব‍্যাঘাত ঘটত। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেন আমির।

1422769 aamir 1496120439 493 640x480 1
সোশ‍্যাল মিডিয়ায় আমির লেখেন, ‘আমার জন্মদিনে এত ভালবাসা ও উষ্ণতার জন‍্য ধন‍্যবাদ। আমার হৃদয় পরিপূর্ণ। তবে এটাই সোশ‍্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট হতে চলেছে। আমি এমনিতেও খুব একটা সক্রিয় থাকি না সোশ‍্যাল মিডিয়ায়। তাই একেবারেই বিদায় নিচ্ছি। আমরা প্রথমে যেভাবে যোগাযোগ করতাম সেভাবেই করব।’ পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার অফিশিয়াল হ‍্যান্ডেলের লিঙ্কও শেয়ার করেন আমির।

https://twitter.com/aamir_khan/status/1371417964939898882?s=19

উল্লেখ‍্য, দু বছর আগে ২০১৮ সালে ইনস্টাগ্রাম সফর শুরু করেন আমির। নিজের মায়ের একটি ছবি শেয়ার করেন তিনি ইনস্টাগ্রামে প্রথম ছবি হিসাবে। তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি। আমিরকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছিলেন সকলে।

এই মুহূর্তে আগামী ছবি লাল সিং চাড্ডার মুক্তির অপেক্ষায় রয়েছেন আমির খান। ইতিমধ‍্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক এই ছবি। চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে চলেছে আমির খান করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা।

Niranjana Nag

সম্পর্কিত খবর