বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ফের ধাক্কা খেলো শাসক দল তৃণমূল (All India trinamool Congress)। আজ বিজেপিতে (Bharatiya Janata Party) নাম লেখানে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক, তৃণমূল কাউন্সিলর স্বপন দাস, সুপ্রিয় মাইতি সহ অন্যান্যরা। আজ বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের হাত ধরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ওনারা।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, শাসক দলে ফাটল তত স্পষ্ট হচ্ছে। এমনিতেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দলের কর্মীদের মধ্যে বিপুল ক্ষোভ দেখা দিয়েছে। যদিও, এটা বাদ যায়নি বিজেপিও। গতকাল তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই বিজেপির কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। এমনকি বিজেপির হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায় ওনার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলও ছেড়েছেন।
আরেকদিকে, তৃণমূলের দলত্যাগীদের সংখ্যাটা অনেক বেশি। একে একে তৃণমূল নেতা, নেত্রীরা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় অস্বস্তি বেড়েছে শাসক দলের। আজ তৃণমূলের রাইদিঘির তারকা বিধায়ক দেবশ্রী রায়ও দল ছেড়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তৃণমূল ওনাকে যোগ্য সম্মান দেয়নি কোনদিনও। আরেকদিকে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও জিইয়ে রেখেছেন।
উল্লেখ্য, ২০২১ এর জানুয়ারি মাসের ১৫ তারিখে হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল কুমার আদক। তখন থেকেই ওনাকে নিয়ে দলবদলের জল্পনা উঠেছিল। অবশেষে আজ তিনি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন।