এগিয়ে চলেছে ভারত! দেশে চালু হচ্ছে প্রথম ঝাঁ চকচকে AC রেল স্টেশন

এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল বেঙ্গালুরুতে দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেল (First AC railway terminal) চালুর কথা জানিয়েছেন। তিনি টুইট করে বললেন, “শীর্ষস্থানীয় সিভিল ইঞ্জিনিয়ার ও ভারতরত্ন স্যার এম বিশ্বস্বরায়ার নামানুসারে, বেঙ্গালুরুতে দেশের প্রথম কেন্দ্রীয়ীকরণ করা এসি রেল টার্মিনাল শীঘ্রই চালু হতে চলেছে”।

pic 4 1

একেবারে বিমানবন্দরের অনুকরণে এই রেল স্টেশন। থাকবে সেরকম সুযোগ-সুবিধাও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এটা চালু করার কথা থাকলেও, করোনা অতিমারীর প্রভাবে তা সম্ভব হয়ে উঠেনি বলা জানা যাচ্ছে। তবে এবার তা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

pic 2 1

উল্লেখ্য, এই স্টেশন চালু হলে ব্যাঙ্গালুরু (Bengaluru) ও যশবন্তপুর স্টেশনে যাত্রীদের ভিড় অনেকাংশ কমবে বলে জানা যাচ্ছে রেলের তরফে। দক্ষিণ-পশ্চিম রেলের মুখপাত্র জানান, ‘২০১৫-১৬ সালে বিপ্পানাহল্লিতে তৃতীয় কোচ টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল।’

ভ্রমনকে মনোরম অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলতে অত্যাধুনিক যাত্রী পরিষেবা সরবরাহ সহ এই স্টেশন নির্মাণে ৩১৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানান তিনি। এই স্টেশনটি গড়ে তোলা হয়েছে ৪,২০০ বর্গকিমির উপর। প্রতিদিন এই স্টেশন ৫০টি ট্রেন পরিচালনা করতে সক্ষম হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর