ভিডিওতে দেখুন… চণ্ডীপাঠের পর এবার মঞ্চে উঠে দুর্গা মন্ত্র পাঠ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পায়ে ব্যান্ডেজ বেঁধে রাজ্যে প্রচার অভিযানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত পরশু হাজরা মোড়ে পদযাত্রার পর গতকাল পুরুলিয়ায় দুটি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর আজ বাঁকুড়ায় সভা করলেন তিনি। বাঁকুড়ার সভা থেকে বিজেপি এবং কেন্দ্র সরকারকে একহাতে নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এবার আমি গোলকিপার, এক পায়েই খেলব, দেখি কটা গোল দিতে পারে।

বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে দুর্গা মন্ত্র পাঠও করেন মুখ্যমন্ত্রী। এর আগে নন্দীগ্রামের কর্মিসভা থেকে চণ্ডীপাঠ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপি তাঁদের টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে বলে যে, মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে ভুলভাল চণ্ডীপাঠ করে হিন্দু ধর্মের অপমান করছেন। বিজেপি মুখ্যমন্ত্রীর চণ্ডীপাঠের পাশাপাশি অন্য একটি চণ্ডীপাঠের ভিডিও জুড়ে দিয়ে মুখ্যমন্ত্রীর ভুল ধরিয়ে দেয়।

আরেকদিকে আজ পুরুলিয়ার বলরাপুরে একটি জনসভা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘যেই দিদি জয় শ্রী রাম শুনলে চটে যান, সেই দিদি এখন মঞ্চে উঠে চণ্ডীপাঠ করছেন। এটাই তো নতুন ভারত।”

 


Koushik Dutta

সম্পর্কিত খবর