বাংলাহান্ট ডেস্কঃ ভোট (election) আসতেই নেতা মন্ত্রীদের নানারকম জনসেবামূলক কাজকর্মের হিরিক পড়ে যায়। কখনও ভাঙা রাস্তা নিমেষেই সারিয়ে তুলছেন, আবার কখনও বহুদিনের জটিল সমস্যা একতুড়িতেই সমাধান করে দিচ্ছেন। তবে ভোটারকে কোলে করে বাড়ি পৌঁছে দেওয়ার ঘটনা এই বোধ করি এই প্রথমবার ঘটল।
বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে জোরদার প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে এই নির্বাচনী প্রচার তত বেশি করে বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে মানুষের কাছে গিয়ে সভা সমাবেশের আয়োজনও।
ঘটনাটি ঘটেছে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েত এলাকায়। বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে দলদলিয়া, ধূমচী, নবীপুর এলাকায় তৃণমূল (tmc) প্রার্থী রাজেশ লাকড়া (Rajesh Lakra) ওরফে টাইগার প্রচারাভিযানে বেরিয়েছিলেন। প্রচারে বেরিয়ে এমএলএর হাট ও গোপালপুর চা বাগানে দু’টি পথসভা করেন টাইগার।
প্রচারে গিয়ে মানুষের কাছে গিয়ে জোড়াফুলে ছাপ দেওয়ার কথাও বলেন তিনি। এলাকাবাসীরা কোনরকম সমস্যা না সৃষ্টি করে, তাঁর সুরেই সুরও মিলিয়েছেন। এলাকার প্রবীণদের থেকে আশির্বাদও নেন তিনি। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে, তারাও তাঁর মাথায় হাত দিয়ে আশির্বাদ করেন।
এইভাবে রাস্তায় প্রচারকার্য করার সময় ধূমচী এলাকায় পৌঁছান। সেখানে এক আদিবাসী সম্প্রদায়ভুক্ত বৃদ্ধা মহিলাকে দেখে, তিনি রাস্তা থেকেই তাঁকে কোলে তুলে নেন। শুধু কোলে তুলে নিয়ে কিছুদূর যাওয়া নয়, ওই বৃদ্ধাকে কোলে করেই তিনি তাঁর বাড়িও পৌঁছিয়ে দেন।
বৃদ্ধা মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় অন্যান্য তৃণমূল কর্মীরা ‘মা মাটি মানুষ জিন্দাবাদ’ শ্লোগানও দিচ্ছিলেন। শেষে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দিয়ে তাঁকে অনুরোধ করেন- ‘জোড়া ফুল চিহ্নেই ভোট দেবেন মা’।