চিরদিনই তুমি যে আমার, বিয়ের এক মাস কাটতেই তৃণাকে ভুলে ‘শ‍্যামা’র প্রেমে মজলেন ‘নিখিল’!

বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশন দুনিয়ার দুই জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহার (trina saha) বিয়ের (marriage) পর এক মাস কেটে গিয়েছে। আর এক মাস কাটতে না কাটতেই মন উড়ু উড়ু নীলের। নতুন বউকে ছেড়ে অনস্ক্রিন স্ত্রী তিয়াশার (tiyasha roy) প্রেমে মজলেন তিনি।

না না, চমকাবেন না। আসলে কৃষ্ণকলির শুটিংয়ের ফাঁকেই একটু আড্ডা, খুনসুটিতে মেতেছেন নীল ও তিয়াশা। সম্প্রতি নীলের একটি ফ‍্যানপেজের তরফে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, শ‍্যামাকে গান গেয়ে শোনাচ্ছেন নিখিল। কিন্তু ‘ছোটকত্তা’র গলায় ‘চিরদিনই তুমি যে আমার’ শুনে একেবারেই পছন্দ হয়নি শ‍্যামার।

jpg 26
নিখিলকে তিনি অনুরোধ করেছেন একটু ভালো ভাবে গাইতে। রোজই তো তিনিই গান শোনান, আজ না হয় নিখিলই একটু কৃষ্ণনাম শোনালেন। নীলের একটি ফ‍্যানপেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও‌। আর মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে নীল তিয়াশার এই মজার ভিডিওটি।

প্রসঙ্গত, তিন বছর ইতিমধ‍্যেই পূর্ণ করে ফেলেছে কৃষ্ণকলি। এই মুহূর্তে ১৮ বছরের লিপ নিয়েছে সিরিয়াল কৃষ্ণকলি। বেশ কিছুদিন ধরে টিআরপি কমতির দিকে ছিল ‘কৃষ্ণকলি’র। একের পর এক মোড় এনেও টিআরপি আর আগের মতো করা সম্ভব হয়নি। আসলে একঘেয়ে চিত্রনাট‍্যে বিরক্ত হয়ে গিয়েছিলএন দর্শকেরা। তাই সোজা ১৮ বছরের লিপ নেয় কৃষ্ণকলি পরিবার। আর তাতেই কেল্লাফতে। ফের চড়চড় করে বাড়তে শুরু করেছে কৃষ্ণকলির টিআরপি।

https://www.instagram.com/p/CMbmQXmhhSf/?igshid=1b1xazdrvc3e

সিরিয়ালে আবারো ফিরে এসেছে তিয়াশা ওরফে শ‍্যামার আগের স্মৃতি। শ‍্যামা ও তাঁর মেয়ে কৃষ্ণাকে না জেনেই নিজের বাড়িতে এনে তোলে নিখিল। তারপর ঘটনাচক্রে নিখিল ফিরে পায় শ‍্যামাকে, জানতে পারে কৃষ্ণার আসল পরিচয়। কিন্তু অপরদিকে রাধারানী এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শ‍্যামার পাশাপাশি কৃষ্ণার বিরুদ্ধেও এখন ষড়যন্ত্র করছে সে।

Niranjana Nag

সম্পর্কিত খবর