বাংলাহান্ট ডেস্কঃ টুর্নামেন্টের ফাইনাল ১৪ ই মার্চ। মাত্র ১ পয়েন্টের জন্য ফাইনালে হেরে যান রীতিকা ফোগাট (ritika phogat)। কুস্তি টুর্নামেন্টে হেরে গিয়ে মানসিক অবসাদে ভুগে অবশেষে জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কুস্তিগীর গীতা ও ববিতার বোন রীতিকা ফোগাট। মাত্র ১৭ বছর বয়সেই জীবনে সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকারের উদ্দেশ্যে যাত্রা করলেন রীতিকা।
দুই দিদির মতই কুস্তিগীর হওয়ার স্বপ্ন দেখতেন রীতিকাও। ৫৩ কেজি বিভাগে অংশ নিতেন তিনি। গত ৫ বছর ধরে নিচ্ছিলেন কুস্তির প্রশিক্ষণও। কিন্তু রাজস্থানে এক টুর্নামেন্টে গুরু মহাবীর ফোগাটের সামনে মাত্র ১ পয়েন্টে হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি রীতিকা। বেছে নেন আত্মহত্যার পথ। তবে টুর্নামেন্টে হেরে গিয়েই আত্মহত্যা নাকি, এর পেছনে অন্য কোন কারণ ছিল- তাও খতিয়ে দেখা হচ্ছে।
টুর্নামেন্টে হেরে যাওয়ার পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন রীতিকা। চরমতম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষে সোমবার রাত ১১টা নাগাদ নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রীতিকা ফোগাট। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার জুড়ে।
Here is the pic of ritika phogat.. Why people are sharing wrong pic.. guys please check before sharing a pic.. peple are sharing ritu phogat's pic not ritika phogat.. anyways rest in peace#RitikaPhogat #RitikaPhogat pic.twitter.com/eRa5F2N9jf
— Deepak bhandari (@voyagerronboard) March 17, 2021
টুর্নামেন্ট শেষে গুরু মহাবীর ফোগাট অনেক করে বুঝিয়ে মনের জোর ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন রীতিকার। একটা ম্যাচই জীবনের সব নয়, আবারও ঘুরে দাঁড়ানো যায়- এমনটাও বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। আবারও তাঁকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেও শেষে অসফল হলেন গুরু মহাবীর ফোগাটও। এই প্রতিভাবান কুস্তিগীরের আকস্মিক মৃত্যুতে শোকাহত ভারতের ক্রীড়া মহলও।