যুবকদের জন্য সুখবর : মাধ্যমিক পাশেই মিলবে পোস্ট অফিসের চাকরি, আবেদন করুন আজই

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতিতে এখন চাকরি ( Job ) পাওয়াটা খুবই কঠিন ব্যাপার হয়ে উঠেছে। আর সরকারি চাকরি ( Govt Job ) পাওয়া তো একপ্রকার সৌভাগ্যের ব্যাপার। কত শিক্ষিত ও যোগ্য মানুষই পাচ্ছেন না সরকারি চাকরি। কিন্তু এবার মাধ্যমিক পাশ ( Secondary Pass ) করলেই মিলছে সরকারি চাকরি। সম্প্রতি ইন্ডিয়ান পোস্ট ( Indian Post ) তাদের বিভিন্ন পদে প্রার্থী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জেনে নিন চাকরির খুঁটিনাটি-

   

শুন্যপদঃ গ্রামীণ ডাক সেবক, ABPM & BPM, Staff Car Driver, Ridder Dispatcher এবং Skilled Artisans ।

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ।

rts4l09 1

বয়সসীমাঃ উপরিউক্ত শুন্যপদ গুলিতে আবেদন করতে গেলে বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে তফসিলি জাতি, উপজাতি আবেদনকারীরা সংরক্ষণ অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতনক্রমঃ মূল বেতন হবে ১২ হাজার থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

আবেদনের পদ্ধতিঃ শূন্যপদ গুলিতে আবেদন করতে গেলে প্রার্থীদের নীচে দেওয়া ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন সম্পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন স্লিপ অবশ্যই সংগ্রহ করতে হবে।

ওয়েবসাইটঃ Https://Indiapostgdsonline.In

আবেদনের শেষ তারিখঃ ০৭-০৪-২০২১।

সম্পর্কিত খবর