গ্যাস সিলিন্ডারে ভর্তুকি মিলবে ৩০০ টাকা! প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের সুবিধা পেতে এক্ষুনি করুন অ্যাপ্লাই

বাংলাহান্ট ডেস্কঃ রান্নার গ্যাস সিলিন্ডারের (lpg cylinder) দাম দিনকে দিন বৃদ্ধি পেলেও, এদিকে ভর্তুকি হয়ত পাচ্ছেন না অনেকেই। সিলিন্ডারের দাম ২০২০ সালে ৫৯৪ টাকা ছিল, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৮১৯ টাকা। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। এই পরিস্থিতিতে অনেকেই আছেন, যারা দাম বাড়লেও ভর্তুকি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি না পাওয়ার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না করানো থাকে, তাহলে ভতুর্কি না পাওয়ার বেশি সম্ভাবনা। গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেতে প্রথমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে।

kkvkdbsb

সিলিন্ডার পিছু ভর্তুকির পরিমাণ বর্তমানে ১৫৩.৮৬ টাকা থেকে বাড়িয়ে ২৯১,৪৮ টাকা করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের আওতায় ১৭৪.৮৬ টাকা থেকে বাড়িয়ে ৩১২.৪৮ টাকা করা হয়েছে ভর্তুকির পরিমাণ। সিলিন্ডার পিছু প্রায় ৩০০ টাকা ভর্তুকি পেতে পারেন আপনি।

এই সুবিধা পেতে হলে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলেই শুধু হবে না, আধারের সঙ্গে এলপিজি সংযোগও করাতে হবে। এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক গুরুত্বপূর্ণ অংশ। নম্বর রেজিস্টার করিয়ে আপনি ঘরে বসেও এই আধার লিঙ্ক করিয়ে এই ভর্তুকির সুবিধা পেতে পারেন।

আবার আপনার পরিবারের বার্ষিক আয় যদি বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি হয়, তাহলেও কিন্তু আপনাই এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। স্বামী স্ত্রী বা পরিবারের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি হলে, তাঁরা এই ভর্তুকির সুবিধা পাবেন না।

Smita Hari

সম্পর্কিত খবর