জঘন্য আম্পায়ারিং, টুইট করে আম্পায়ারদের ধুঁয়ে দিলেন বীরেন্দ্র শেওয়াগ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড এর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। একে একে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি। সেই সময় দলের হাল ধরেন সূর্য কুমার যাদব।

একটা সময় দারুন মারকাটারি ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন সূর্য কুমার যাদব। 31 বলে 57 রানের ইনিংস খেলেন তিনি। তবে ভারতের ইনিংসের 14 তম ওভারে ঘটে যায় এক বিতর্কিত ঘটনা। স্যাম কারনের ওভারের প্রথম বলে দুর্দান্ত 6 মারেন সূর্য কুমার যাদব, দ্বিতীয় বলেও ছয় মারতে যান তিনি। তবে ক্যাচ ধরে ফেলেন ইংল্যান্ডের ডেভিড মালান। ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান কিন্তু তিনি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করেন। যেহেতু ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন তাই তৃতীয় আম্পায়ারও সেটি আউট দেন অথচ ভিডিওতে পরিষ্কার দেখা যায় বল মাটি ছুঁয়েছে।

https://www.instagram.com/p/CMkJ1_YF5-M/?igshid=1m7d9mesa759w

তারপর থেকে তুমুল বিতর্ক সৃষ্টি হয় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। ডেভিড মালান এর বিতর্কিত ক্যাচ নিয়ে টুইট করেন বীরেন্দ্র শেওয়াগ। সেখানে দেখা যায় একদিকে ডেভিড মালান এর ক্যাচ মাটি ছুঁয়েছে অপরদিকে একটি বাচ্চা ছেলে চোখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। আর এই টুইটের মধ্যে দিয়ে আম্পায়ারদের ট্রোল করে বীরেন্দ্র শেওবাগ বুঝিয়ে দিয়েছেন সেটি পরিস্কার আউট ছিল কিন্তু আম্পায়াররা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় চোখে কাপড় বেঁধে ছিলেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর