বাংলাহান্ট ডেস্কঃ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব বাড়ির পাশে থাকা একটি মসজিদ থেকে ভোরের আজানের ( Azaan ) আওয়াজ ওনার ঘুমের ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছিলেন। উপাচার্য এলাহাবাদের জেলাশাসককে চিঠি লিখে অভিযোগ করেছেন যে, আজানের আওয়াজের কারণে ওনার ঘুম উড়েছে। তাকে প্রতিদিনই অনেক সকালে ঘুম থেকে উঠে যেতে হচ্ছে। তিনি এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করে বলেছেন যে, জেলাশাসক আদালতের নির্দেশ পালন করে পদক্ষেপ নেবেন।
এদিন সেই অভিযোগের ভিত্তিতে বড়সড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আইজি ( Prayagraj IG )। জারি করেন একটি নির্দেশিকা। যাতে বলা হয়েছে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত উচ্চস্বরে আজান দেওয়া যাবে না। তবে এই নির্দেশিকা শুরুমাত্র আজানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটিতে বলা হয়েছে ওই সময়ের মধ্যে কোনও ধরনের উচ্চস্বরে আওয়াজ করা যাবে না।
এই মর্মে প্রয়াগরাজ রেঞ্জের আওতাধীন চার জেলার ম্যাজিস্ট্রেট (DM) এবং পুলিশ সুপারিন্টেন্ডেন্টস (SSP) কে একটি চিঠিতে আইজি কেপি সিং জানিয়েছেন, আধিকারিকদেরই সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের এই আদেশ কার্যকর করতে হবে। পরিবেশ আইন এবং অতীতের আদালতের নির্দেশ অনুসারে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট ( Allahabad High Court ) অনেক আগেই জানিয়েছিল যে, ‘কোনও ধর্মই এই অনুমতি দেয় না যে, কোনও যন্ত্র ব্যবহার করে উচ্চস্বরে প্রার্থণা করার। তবে যদি তেমন ধরণের কোনও রীতি থাকে, তাহলে সেটি অবশ্যই অন্যকে বিরক্ত না করে এবং তাদের অধিকার ক্ষুণ্ন না করে হওয়া উচিত।’ এ প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিমকোর্টে ( Supreme Court ) এই নির্দেশকে তুলে ধরে