বাংলাহান্ট ডেস্কঃ আদিবাসী এবং দলিতদের জোর করে ধর্মান্তরিত করার ঘটনা প্রকাশ্যে এল ঝাড়খণ্ড (jharkhand) থেকে। অভিযোগের তীর উঠেছে মিশনারিদের (christianity) বিরুদ্ধে। হিন্দু রীতি অনুসরণ করে আবারও ১৮১ জন খ্রিস্টানকে আবারও তাদের নিজের ধর্ম হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হল।
ঝাড়খণ্ডের গড়বা জেলার বিশ্রামপুরের গৌরিয়াবখার গ্রামের ১৮ টি পরিবারের ১০৪ জন, খুঁটি টোলা করচালী গ্রামের ৭ টি পরিবারের ৪২ জন, মংহগাও গ্রামের ৮ টি পরিবারের ৩৫ জনকে আবারও তাদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়। এই সকল গ্রামবাসীর পূর্ব পুরুষদের লোভ দেখিয়ে জোর করে হিন্দু থেকে খ্রিস্টান করা হয়েছিল।
झारखंड – चतरा में 50 लोगों ने पुनः अपनाया सनातन धर्म
रांची. अभी कुछ दिन पहले ही धर्म जागरण और जनजातीय सुरक्षा मंच के तत्वाधान में आयोजित कार्यक्रम में 33 परिवारों के 181 लोगों ने घर वापसी कर प्रकृति पूजा की थी.https://t.co/BTDonyJsli pic.twitter.com/l1zgQO43Cl
— VSK BHARAT (@editorvskbharat) March 18, 2021
ধর্ম জাগরণ এবং জনজাতীয় সুরক্ষা মঞ্চের সদস্যরা সরহোডিহ গ্রামে তাদের হিন্দু রীতি মেনেই তাদের পুনরায় নিজের ধর্মে ফিরিয়ে আনেন। নিয়ম মেনেই সকলকে চন্দনের টিকা লাগিয়ে, প্রকৃতি পুজোর মাধ্যমে এই শুভ কাজের শুভ সূচনা করেন। মহিলারাও মঙ্গল গান পরিবেশন করেন। হিন্দু ধর্মে ফিরে আসার জন্য মহিলাদের সিঁদুর পড়িয়ে সম্মান জানান সুরক্ষা মঞ্চের সদসস্যা মহিলারা।
কিছুদিন আগেই ঝাড়খণ্ডের ছাতরায় এক কিশোর তাঁর মায়ের খ্রিস্টান হওয়ার খবরে খুবই মুষড়ে পড়েন। এরপর ওই কিশোর কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করেন। এই ঘটনা পুলিশের কানে পৌঁছাতে কিছুটা নড়েচড়ে বসে প্রশাসন।
নিজেদের ধর্মে ফিরে এসে অত্যন্ত খুশি গ্রামবাসী জানান, তাদের পূর্ব পুরুষদের লোভ দেখিয়ে জোর করে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। নিজেদের ধর্ম ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।