সহমত না হয়ে জমি অধিগ্রহণ নয়, রাজ্যে NRC হবে না! ইস্তেহার প্রকাশ করে জানালো বামেরা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন ইস্তেহার প্রকাশ করেছিলেন। তৃণমূলের ইস্তেহারে রয়েছে একাধিক প্রতিশ্রুতি। তৃণমূলের ইস্তেহারে পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড, জেনারেল কাস্টদের জন্য ৫০০ টাকার পকেট মানি, পিছিয়ে পড়া জাতীদের জন্য ১০০০ টাকার পকেট মানি, কৃষকদের জন্য ১০ হাজার টাকা প্রতিবছর সহায়তা উল্লেখ্য ছিল।

আর শনিবার বামেরা ইস্তেহার প্রকাশ করল। বামেদের ইস্তেহারে সিঙ্গুর থেকে শিক্ষা নিয়ে মানুষের সঙ্গে কথা না বলে জমি অধিগ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। এছাড়াও বামেরা ক্ষমতায় এলে রাজ্যে NRC হবে না। চিটফান্ড প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে, শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

বামেদের ইস্তেহারে এও বলা হয়েছে যে, ১০০ দিনের কাজ গ্রাম থেকে শহরেও চালু করা হবে আর ১০০ দিনের কাজ বাড়িয়ে ১৫০ দিনের কাজ করা হবে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই ইস্তেহার শুধু বামেদেরই। সংযুক্ত মোর্চার নয়। আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং কংরেস আলাদা করে ইস্তেহার প্রকাশ করবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর