বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’, ৮৫ কিমি বেগে আছড়ে পড়বে বাংলার বুকে!

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী আর মাত্র কদিনের মধ্যেই ধেয়ে আসছে প্রবল বেগে ঘূর্ণিঝড় (Cyclone)। আমফানের ক্ষত উস্কে দিতে এপ্রিলেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। তবে ঠিক কোন অংশে এর প্রভাব পড়বে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১ লা এপ্রিল নাগাদ এই ঘূর্ণিঝড় সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর শক্তি বাড়িয়ে ৩ রা বা ৪ ঠা এপ্রিলেই আছড়ে পড়তে পারে স্থলভাগে।

in cyclone 0

ঝড়ের উৎপত্তি সম্পর্কে জানতে পারে গেলেও গতিপথ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ঝড়ের গতিবেগ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিয়েছেন তাঁরা। প্রথমে ঘণ্টায় ৬৫ – ৭৫ কিলোমিটার বেগে ঝড়ের সূত্রপাত হলেও পরে গতিবেগ বৃদ্ধি পেয়ে ৮৫ কিলোমিটার হয়ে শেষের দিকে শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছুটা আবছা রোদ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

heat c8f58210 311b 11e8 8c5f 3c6cc031651e 201904221449

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার কোন পরিবর্তন না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে। তবে সকাল থেকেই তীব্র রোদের তেজ দেখা যাচ্ছে। আবহাওয়া বেশ উষ্ণ রয়েছে। বাংলার উত্তরের বেশকিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণে সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর