হুইলচেয়ারে প্রচারে মমতা, প্রভাব পড়বে ভোটের ফলাফলে? জানুন কি বলছে জনমত সমীক্ষা

বাংলাহান্ট ডেস্কঃ বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামের ( Nandigram ) প্রার্থী হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। সেই মত শিবরাত্রির দিন মনোনয়ন জমা দেন তিনি। তবে ফেরার পথেই ঘটল বিপত্তি। পায়ে চোট পান তিনি। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছিল। তৃণমূলের অভিযোগ বিরোধীদের চক্রান্ত। তো অন্যদিকে বিপক্ষ শিবিরের দাবি সহানুভূতি পাওয়ার চেষ্টা মাত্র। তবে আহত হওয়া মাত্রই তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মমতা। সেখান থেকেই ছাড়া পেয়ে একেবারে হুইলচেয়ারে ( Mamata in Wheelchair ) চেপে রাজ্যের সর্বত্র নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন তিনি।

এবার সেখান থেকেই উঠছে প্রশ্ন। তবে কি ভোটের ফলাফলে ( West Bengal assembly Election 2021 ) কোনো প্রভাব ফেলতে পারে মমতার হুইলচেয়ারে চেপে প্রচার ? তা নিয়ে সমীক্ষা চালাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

mamata election rally wheelchair pti

সমীক্ষার রিপোর্ট বলছে, রাজ্যের ৪২ শতাংশ মানুষ মনে করেন, হুইলচেয়ারে চেপে মমতার নির্বাচনী প্রচারের ফলে লাভই হবে তৃণমূলের। অন্যদিকে তার বিপরীত উত্তরও কম মেলেনি। প্রায় ৩১ শতাংশ মানুষ মনে করেন হুইলচেয়ারে চেপে মমতার প্রচারের ফলে ক্ষতি হবে তৃণমূলের। তবে ১৬ শতাংশ মানুষ মনে করেন কোনো প্রভাব পড়বে না ভোটের ফলাফলে। বাকি ১১ শতাংশ মানুষ জানাচ্ছেন, এতে তৃণমূলের লাভ না ক্ষতি হবে! তা তাদের জানা নেই।

উল্লেখ্য, যে নন্দীগ্রামে প্রচারে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই কেন্দ্রে এবারের ভোটে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী , তো অন্যদিকে একসময়ের মমতার নন্দীগ্রামের সেনাপতি তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে দলবদলের যে হাওয়া বইতে শুরু করেছিল। তা আজও অব্যাহত।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের সব সদস্যই এবার একে একে যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই শুভেন্দুর বাবা শিশির অধিকারী ( Sisir Adhikari ) বিজেপির পতাকা আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে নিয়েছেন, এবার কাঁথিতে প্রধানমন্ত্রীর ( Narendra Modi ) জনসভায় শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর ( Dibyendu Adhikari ) উপস্থিতির খবর দলবদলের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।


সম্পর্কিত খবর