অবশেষে প্রচারে ‘মিঠুন ম‍্যাজিক’, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করবেন মহাগুরু

বাংলাহান্ট ডেস্ক: হাতে আর মাত্র কয়েক দিন। তারপরেই শুরু একুশের বিধানসভা নির্বাচন (election)। শেষ মুহূর্তে প্রচারের জন‍্য কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। চলছে তারকা দিয়ে প্রচারও। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) জন‍্য প্রচারে নামতে চলেছেন খোদ সুপারস্টার মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)।

আগেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় মেগা এনট্রি নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন মহাগুরু। তাঁর মুখ‍্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু কোনোবারই বিজেপির প্রার্থী তালিকায় নাম দেখা যায়নি মিঠুনের। সম্প্রতি কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে নিজের বোনের বাড়ির ঠিকানায় ভোটার হন মিঠুন। এরপরেই জল্পনা তুঙ্গে ওঠে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন তিনি। কিন্তু শেষমেষ কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রেও প্রার্থী হিসাবে নাম ঘোষনা হয় শিবাজি সিংহরায়ের।

mithunc 1200 PTI

শুধুমাত্র একজন তারকা সমর্থক হিসাবেই বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন মিঠুন। আগামী ৩০ মার্চ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামতে চলেছেন মহাগুরু। তার ঘোষনা নিজেই করেছেন শুভেন্দু। তিনি বলেন, ৩০ মার্চ টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রোড শো হবে। আর তাতে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলবেন তিনি

এর আগে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন ১২ মার্চ। আর এদিন থেকেই বিজেপির হয়ে প্রচার শুরু করবেন মিঠুন। কিন্তু এখনো পর্যন্ত প্রচারে নামার নামই করেননি মিঠুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। মঞ্চে বক্তব‍্য রাখার সময়ও পরোক্ষে ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনে লড়ার।

এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হয়ে নিজেই নির্বাচনে লড়ার জল্পনা উসকে দিয়েছিলেন মিঠুন। এক সময়ে তৃণমূলের হয়ে সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে ‘বোন’ বলেও সম্বোধন করতেন। এবার তিনি বললেন তৃণমূলে যোগ দেওয়াটা খারাপ সিদ্ধান্ত ছিল তাঁর। তবে তৃণমূলের ব‍্যাপারে কটু কথা তিনি বলতে চান না।


Niranjana Nag

সম্পর্কিত খবর