ঈশ্বরের দেওয়া উপহার, হাসপাতালে শুয়েই মা ও প্রেমিক সব‍্যসাচীর সঙ্গে ছবি পোস্ট করলেন ঐন্দ্রিলা

বাংলাহান্ট ডেস্ক: প্রথম কেমোর পরেই সোজা ফিরেছিলেন শুটিং ফ্লোরে। লম্বা চুলে পড়েছিল কাঁচি। দ্বিতীয় কেমো নেওয়ার আগে সম্পূর্ণ নেড়া হয়েই প্রকাশ‍্যে আসেন ঐন্দ্রিলা শর্মা (oindrila sharma)। বুঝিয়ে দেন নারীর আসল সৌন্দর্য। দ্বিতীয় কেমো নিতে ফের দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ঐন্দ্রিলা।

এবার সেখান থেকেই শেয়ার করলেন দুটি ছবি। একটি নিজের মা শিখা শর্মার সঙ্গে ও অপরটি প্রেমিক ‘বামাক্ষ‍্যাপা’ সব‍্যসাচী চৌধুরীর (sabyasachi chowdhury) সঙ্গে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে বামাক্ষ‍্যাপা পরিবার। তাই অ্যাওয়ার্ড হাতে বিশেষ মানুষ ঐন্দ্রিলাকে পাশে নিয়েই ক‍্যামেরাবন্দি হয়েছেন সব‍্যসাচী।

Screenshot 2021 03 23 15 28 47 393 com.instagram.android
ক‍্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের দেওয়া আমার উপহার’। ইনস্টা স্টোরিতে আরো একটি ভিডিও শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে বসে টিভিতে নিজের সিরিয়ালে অভিনয় দেখছেন তিনি।

সব‍্যসাচী জানিয়েছেন, দ্বিতীয় কেমোর চতুর্থ দিন চলছে ঐন্দ্রিলার। প্রথম কেমোর পর ভাল ফল মেলায় চিকিৎসকরা এবারেও বেশ আশাবাদী। এখন পাঁচ দিন ধরে চলছে এক একটি কেমো। কিন্তু পরে সম্ভবত বদল হতে পারে এই সময়ের। অস্ত্রোপচারের আগে ও পরে থেরাপি ও তারপর রেডিয়েশন দেওয়া হবে। প্রায় ছয় মাস ধরে চলবে চিকিৎসা।

https://www.instagram.com/p/CMtZN-1Dq2u/?igshid=1a1g1tubkusd1

তবে সব‍্যসাচীর চিন্তা, দ্বিতীয় কেমোর পর সম্ভবত আর শুটিং সেটে ফিরতে পারবেন না ঐন্দ্রিলা। কারণ কেমো নেওয়ার পর অসহ‍্য যন্ত্রণা হয়। সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে ওই সময়টা। তবে দ্রুত সুস্থ হয়েই আবারো শুটিং সেটে ফিরবেন ঐন্দ্রিলা

সম্প্রতি ক‍্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আরো এক বন্ধুকে পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর প্রিয় বান্ধবী পারমিতা সেনগুপ্তও তাঁর মনোবল বাড়ানোর জন‍্য নিজের চুল কেটে নেড়া হয়ে গিয়েছেন। বান্ধবীর ছবি পোস্ট করে ঐন্দ্রিলা জানিয়েছেন, তিনি কার্যত বাকরুদ্ধ। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছু বন্ধুত্ব এরকমও হয়’।

নিজের নেড়া হওয়ার পরের একটি মিষ্টি ছবিও পোস্ট করেছেন ঐন্দ্রিলা। ক‍্যাপশনে লিখেছেন, ‘চুলেই নারীর সৌন্দর্য, আর নয়’। কমেন্ট বক্সে অনুরাগীদের ঢল নেমেছে। সকলেই একবাক‍্যে বলেছেন, ঐন্দ্রিলার মনের জোরকে সত‍্যিই কুর্নিশ জানাতে হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর