টিকিট না পেয়ে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা! ছাড়তে পারেন দলও

বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থীতালিকা (BJP Candidate List) ঘোষিত হওয়ার পরপরই তৃণমূল-বিজেপি ( TMC & BJP ) উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে মিলছে অনেকদিন থেকেই। তবে সম্প্রতি টিকিট না পেয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ চরম মাত্রা নিয়েছে। জেলায় জেলায় হচ্ছে বিক্ষোভ, ভাঙা হচ্ছে দলীয় কার্যালয়, এমনকি জ্বালানো হচ্ছে টায়ারও। সেই মত মঙ্গলবার বিজেপি, তাদের ১৩ জনের প্রার্থীতালিকা ঘোষণা করার পরই বেঁকে বসেন বাগদার (Bagda) বিদায়ী বিধায়ক দুলাল বর ( Dulal Bar )।

নির্বাচনে মেলেনি টিকিট। তাই এদিন সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, দলের অন্দরে পরিবার তন্ত্র ও টাকা দিয়ে টিকিট বিক্রি চলছে। তবে তাকে টিকিট না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে টিকিট দেওয়া হয়নি, সেটা বড় কথা নয়। এসসি এসটি মোর্চার কোনও পদাধিকারীকে টিকিট দেয়নি দল। আমাদের অপমান করা হয়েছে।’

Dulal Bar

 

এই বলে এদিন তিনি বিজেপির এসসি এসটি ( SC ST ) মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন। উল্লেখ্য, আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে বাগদা থেকে জিতেছিলেন তিনি। তারপর তিনি যোগদেন তৃণমূলে। পরে অবশ্য মুকুল রায়ের হাত ধরে পাকাপাকি ভাবে গেরুয়া শিবিরে নাম লেখান। কিন্তু এদিনের বিজেপির ১৩ জনের প্রার্থীতালিকায় বাগদায় বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে দল, তা দেখেই বিক্ষুদ্ধ হয়ে ওঠেন দুলাল বর। এমনকি ধীরে ধীরে দলও ত্যাগ করবেন বলে এদিন সাংবাদিকদের জানান।

প্রসঙ্গত ইতিমধ্যেই তাকে দলীয় নেতৃত্বের তরফে কলকাতায় ডেকে পাঠানো হয়। তদুপরি দুলাল বরের সমর্থকরা এদিন বনগাঁ মহাকুমার একাধিক জায়গায় পৃথক পৃথক সভা করে বিজেপির ( BJP ) বিরুদ্ধে নির্বাচনে ( West Bengal Assembly Election 2021 ) প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা।


সম্পর্কিত খবর