বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির জগতে অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ রশ্মিকা মন্দানা (rashmika mandanna)। বিপুল ফ্যানবেস রয়েছে রশ্মিকার। ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারন অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন রশ্মিকা। তারপরেই খ্যাতির শীর্ষে ওঠেন তিনি।
রশ্মিকা নেটদুনিয়ার দীর্ঘদিনের ক্রাশ। তবে সম্প্রতি এক নতুন পালক জুড়েছে তাঁর খ্যাতির মুকুটে। গুগলের তরফে ২০২০র জাতীয় মহিলা ক্রাশ ঘোষনা করা হয় অভিনেত্রীকে। রশ্মিকার নাম গুগলে সার্চ করলেই দেখতে পাওয়া যায় এই নয়া তকমা।
অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও রশ্মিকার জনপ্রিয়তা দেখার মতো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১৩.৫ মিলিয়ন। প্রায়ই নিত্য নতুন ছবি দিয়ে অনুরাগীদের মনোরঞ্জন করে থাকেন তিনি। তাঁর মিষ্টি হাসির ভক্ত সকলেই।
এমনিতে বেশিরভাগ ছবিতে দেশি পোশাকেই ধরা দেন রশ্মিকা। কখনও চুড়িদার আবার কখনও শাড়িতে ক্যামেরাবন্দি হন তিনি। তবে দরকার মতো বোল্ডনেসও দিব্যি দেখাতে পারেন রশ্মিকা। তবে ট্র্যাডিশনার হোক বা মর্ডার্ন, মুখের মিষ্টি হাসিটা সবসময়ের সঙ্গী অভিনেত্রীর।
এবার দক্ষিণী ইন্ডাস্ট্রি পেরিয়ে বলিউডে পা রাখছেন রশ্মিকা। মিশন মজনু ছবির হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। গত ৫ মার্চ প্রথম দিনের শুটিংয়ের ভিডিও শেয়ার করেন রশ্মিকা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।
https://www.instagram.com/p/CLI6_Oep6Uf/?igshid=7idq0qp88d1o
প্রসঙ্গত, এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন রশ্মিকা। গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে মহেশ বাবুর বিপরীতে তাঁর ছবি ‘সারিলেরু নেক্কেভারু’। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ভীষ্ম ছবিতে। ২০১৮ সালে ‘চলো’ ছবি দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন রশ্মিকা।
এছাড়াও রশ্মিকার ঝুলিতে রয়েছে পুষ্পা, পোগারু, সুলতানের মতো ছবি। সুলতানের হাত ধরে তামিল ছবিতে অভিষেক করবেন রশ্মিকা। এই মুহূর্তে ‘সুলতান’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন রশ্মিকা। সম্প্রতি ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি।