সদ‍্য হামাগুড়ি দিতে শিখছে ইউভান, ছেলের বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের মতো টলিউডেও (tollywood) তারকা সন্তানদের নিয়ে মাতামাতির কমতি নেই। আর এই খুদে সেলিব্রিটিদের তালিকায় প্রথম নামই আসবে রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) ছেলে ইউভানের (yuvaan)। জন্মের দিন থেকেই নেটজনতার হৃদয়ে পাকাপাকি ভাবে স্থান করে নিয়েছে ছোট্ট ইউভান। যত দিন যাচ্ছে ততই বাড়ছে তার জনপ্রিয়তা।

কয়েকদিন আগেই ছয় মাস পূর্ণ হয়েছে ইউভানের। সেই মায়ের সঙ্গে কেক কেটে জন্মদিনও পালন করতে দেখা গিয়েছে ইউভানকে। ছয় মাসের জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল একটি অর্ধেক কেক। ইতিমধ‍্যেই অন্নপ্রাশনও হয়ে গিয়েছে ছোট্ট ইউভানের।


এবার নিজে নিজেই হামাগুড়ি দিতে শিখছে ইউভান। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে তাকে। আবার কখনো খেলনা নিয়ে বসে খেলতে দেখা যাচ্ছে ইউভানকে। এই মিষ্টি মুহূর্তগুলো ক‍্যামেরাবন্দি করে শেয়ার করেছেন শুভশ্রী। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।

https://www.instagram.com/p/CMpR8JPg0M0/?igshid=x1qauk9tumwk

তবে ছেলের এই বিশেষ মুহূর্তগুলোতে এখন তার কাছে নেই বাবা রাজ চক্রবর্তী। নির্বাচনী প্রচারে ব‍্যস্ত রাজ। ব‍্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। প্রচারের সুবিধার জন‍্য তাই ওখানেই ঘাঁটি গেঁড়েছেন রাজ। ইউভানের সঙ্গে রাজের কিছু ছবি শেয়ার করে তাঁকে মিস করার কথা জানিয়েছেন শুভশ্রী।

সম্প্রতি রাজ শুভশ্রীর হালিশহরের বাড়িতে আয়োজন হয় ইউভানের অন্নপ্রাশন। সপরিবারে নিজেদের দেশের বাড়ি হালিশহরে গিয়ে দিনটা সেলিব্রেট করেন রাজ ও শুভশ্রী। রাজের জন্মদিন ও তারপর ইউভানের অন্নপ্রাশন, দুই অনুষ্ঠানের জন‍্য সেজে ওঠে তাঁদের হালিশহরের বাড়ি।

https://www.instagram.com/p/CMupT1yA_Qm/?igshid=ct0yzp0zha7

ফুলের মালায় আলোতে মুড়ে ফেলা হয় গোটা বাড়ি। সেই ঝলক নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন শুভশ্রী। ইউভানকে কাঁধে চাপিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেন রাজ। ছেলের অন্নপ্রাশনে সকলের শুভেচ্ছা ভালবাসা ও আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বাবার কাঁধে উঠে খিলখিলিয়ে হাসতে দেখা যায় ছোট্ট ইউভানকে। পাশাপাশি অন্নপ্রাশনের কিছু ছবিও ভাইরাল হয়েছে শুভশ্রীর ফ‍্যানপেজের তরফে।

সি গ্রিন রঙের শাড়ি হলুদ ব্লাউজ, গয়নায় এদিন সেজেছিলেন শুভশ্রী। রাজ পরেছিলেন সবুজ পাঞ্জাবি। মায়ের সঙ্গে ম‍্যাচিং করে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায় সেজেছিল ছোট্ট ইউভান। দাদুর কোলে বসে ক‍্যামেরার জন‍্য পোজ দিতেও দেখা গিয়েছে তাকে।

ইউভানকে কোলে নিয়ে দোল খাওয়াতে খাওয়াতে ‘হ‍্যাপি বার্থডে’ বলানো শেখাতে দেখা যায়  শুভশ্রীকে। অপরদিকে ঘুমে ঢুলুঢুলু অবস্থা ইউভানের। তার মধ‍্যেও বেশ উপভোগ করছে সে এই দোল খাওয়া। অবশ‍্য শেষে রাজের কোলে দিয়ে ছেলেকে ঘুম পাড়াতে পাঠিয়ে দেন অভিনেত্রী।

এই মিষ্টি ভিডিওটি শেয়ার করেছেন রাজ নিজে। এছাড়া অতিথি আপ‍্যায়ণের একটি ভিডিও ভাইরাল হয়েছে শুভশ্রীর ফ‍্যানপেজের তরফে। সম্পূর্ণ বাঙালি খাবারের আয়োজন ছিল এদিন রাজের জন্মদিন উপলক্ষে। বেগুনি শিফন শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন শুভশ্রী। ইউভানও পরেছিল ছোট্ট সাদা পাজামা পাঞ্জাবি।

X