‘তুমি শালা খুনিদের রাজা’, বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে বললেন মমতা!

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের আর মাত্র দুদিন বাকি (West Bengal Assembly Election 2021) । তার আগেই প্রচারে আক্রমণাত্মক হয়ে উঠলেন তৃণমূল সুপ্রিমো। একেরপর এক চাঁচাছোলা ভাষায় আক্রমন শানিয়ে চলেছেন প্রধান বিরোধী দল বিজেপিকে (BJP)। আজ পাথরপ্রতিমার জনসভা থেকে সেই আক্রমনের সমস্ত আগল ভেঙে ফেললেন মমতা।

এদিনের সভা মঞ্চ (Election Campaign) থেকে তৃণমূল নেত্রী (Mamata Banerjee) বলেন, কেউ যদি কারও কাছ থেকে পাঁচশো টাকা নেয়, তাহলে বলছে তৃণমূল সব চর। এমনকি তিনি বললেন আমি চোর ? আমি খুনি ? আমি ডাকাত ? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। আর তুমি শালা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার। সব টাকা খেয়ে নিয়েছো।

West Bengal Election 2021: Mamata Banerjee Addresses Public Meeting in South 24 Parganas and West Midnapore dgtl - Anandabazar

এদিনের মমতার (Mamata) এই মন্তব্য নিয়ে সমালোচনার বন্যা বইছে রাজনৈতিক মহলে। ভোটমুখী বাংলায় মোদী-অমিত শাহ (Modi & Amit Shah) প্রচারে এসে তৃণমূলের (TMC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আক্রমণ করে গেলেও, কখনই তাঁরা শালীনতার সীমা অতিক্রম করেনি। দুজনেই মুখ্যমন্ত্রীকে কখনও দিদি বা কখনও মমতাদিদি বলে সম্মোধন করেছেন। বিপরীতে এদিনের জনসভা থেকে তার উল্টো সুরে একেবারে নিজের ছন্দে তৃণমূল নেত্রী। এদিনের মমতার এই মন্তব্যকে রাজনৈতিক বিশেষজ্ঞরা শালীনতার সীমা অতিক্রম করেছে বলে জানাচ্ছেন।

যা নিয়ে বিরোধী শিবিরও এবার কটাক্ষ করে চলেছে মুখ্যমন্ত্রীকে। বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু (Sayantan Basu)  বলেন, অনুরোধ করব বাংলার মানুষদের কাছে, তারা যেন ভোটের কটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাচ্চাদের সামনে না শোনেন। বাচ্চাদের মনে এর অন্য প্রভাব পড়বে। অন্যদিকে বাম নেতা (CPIM) শমীক লাহিড়ী (Shamik Lahiri) বলেন, একজন মুখ্যমন্ত্রীর যদি এই ভাষা হয়, তাহলে বোঝায় যাচ্ছে দলটার কী সংস্কৃতি।


সম্পর্কিত খবর