ভোটের মুখে ফের কড়া সিদ্ধান্ত কমিশনের! বদল করা হল পাঁচ পুলিশ-প্রশাসনিক কর্তাকে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের দু’দিন আগে আবারও কড়া সিদ্ধান্ত কমিশনের। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উত্তরবঙ্গ সফর সেরে দিল্লীতে ফিরেছে। আর এরপরেই রাজ্যে নির্বাচনের আগে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার একজন, দুজন না একবারে পাঁচজন প্রশাসন এবং পুলিশের কর্তাকে বদলি করল নির্বাচন কমিশন। গতকালই রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থকে অপসারিত করেছে নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল কমিশনের তরফ থেকে।

আরেকদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সুরজিৎ পুরকায়স্থর বদলি নিয়ে বলেছেন, যতই বদল করুক সবাই আমাদের লোক লাভ কিছুই হবেনা। দেখে নিন, আজ কোন কর্তাদের বদলি করল কমিশন …

  • কোচবিহারের SP কে কান্নানকে বদল করে নতুন দায়িত্ব দেওয়াহল দেবাশিস ধরকে।
  • ডিসি, সাউথ সুধীর নীলকান্তকে সরাল কমিশন, ওনার জায়গায় দায়িত্ব দেওয়া হল আইপিএস আকাশ মেঘারিয়াকে।
  •  ডিইও, ঝাড়গ্রাম আয়েশা রানিকে সরিয়ে ওনার জায়গায় জয়শী দাশগুপ্তকে দায়িত্ব দিল কমিশন।
  • ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ওনার জায়গায় দায়িত্বে আনা হল অরিজিৎ সিনহাকে।
  • এডিজি, পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এর বদলে নতুন পদে আনা হল আইপিএস ডক্টর রাজেশ কুমারকে।

X