হেভিওয়েট নন্দীগ্রামঃ প্রচারে ঝড় তুলতে আজই যাচ্ছেন মমতা, পাল্টা প্রচারে অংশ নেবেন অমিত-মিঠুনরা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার রাজনীতিতে ১ লা এপ্রিল বড় টক্কর। নন্দীগ্রামে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জী (mamata banerjee) বনাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের ভোটেই অনেকখানি নির্ভর করবে বাংলার ভবিষ্যত। প্রচার চলছে জোরকদমে।

নির্বাচনের ময়দানে ঝড় তুলতে আজই নন্দীগ্রামে হাজির হবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব‍্যানার্জী। নন্দীগ্রামের নির্বাচন না হওয়া অবধি সেখানেই থাকবেন বলেও জানা গিয়েছে। মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামে পায়ে আঘাত লাগার পর আর সেখানে তাঁকে দেখা না গেলেও নির্বাচনের আগেই সেখানকার মানুষকে উজ্জিবিত করতে হাজির হবেন মুখ্যমন্ত্রী।

20210328 102925

অন‍্যদিকে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হয়ে প্রচার করতে আসছেন অমিত শাহ (Amit Shah) ও মিঠুন চক্রবর্তীরাও (Mithun Chakraborty)। নন্দীগ্রাম থেকে সবুজ শিবিরকে উৎখাত করে গেরুয়া আভা ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর পদ্ম শিবির।

শুভেন্দু অধিকারী গোটা নন্দীগ্রাম চষে ফেললেও সেখানে নির্বাচনী প্রচারে অংশ নিতে নন্দীগ্রাম যাচ্ছেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তী। বাংলার মানুষের কাছে মিঠুন ম‍্যাজিক কাজে লাগিয়ে ৩০ শে মার্চ দুপুরে অধিকারী গড়ে শুভেন্দুর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবেন মিঠুন চক্রবর্তী। তার আগে ৩০ শে মার্চ সকালে সেখানে রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ।

IMG 20210328 102803

টার্গেট বাংলা দখল। এই লক্ষ্যেই এগোচ্ছে সকল রাজনৈতিক দল। একদিকে গদি বাঁচানোর লড়াইয়ে এগোচ্ছে তৃণমূল, আর অন‍্যদিকে গদি দখলের লক্ষ্যে পাখির চোখ বিজেপির। ১ লা এপ্রিলেই নন্দীগ্রামের হেভিওয়েট টক্করে অনেকটাই পরিস্কার হয়ে যেতে পারে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল।


Smita Hari

সম্পর্কিত খবর