সাতসকালে ভয়াবহ অগ্নিকান্ড কলকাতা শহরে, সল্টলেকে দাউ দাউ করে জ্বললো ৫০টি ঝুপড়ি

বাংলাহান্ট ডেস্কঃ সাতসকালে ভয়াবহ অগ্নিকান্ড কলকাতা শহরে। ভস্মীভূত হয়ে গেল সল্টলেক (saltlake) সেন্ট্রাল পার্কের (central park) প্রায় ৫০টি ঝুপড়ি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ৭ টা ইঞ্জিন উপস্থিত হয়েছে। আগুন লাগার কারণ এখনই স্পষ্ট নয়। চলছে আগুন নেভানোর কাজ।

সোমবার সকাল ৮ টা নাগাদ হঠাৎই সল্টলেক সেন্ট্রাল পার্কের ঝুপড়িতে আগুন ধরে যায়। মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায় প্রায় ৫০টি ঝুপড়ি। তবে বাসিন্দাদের নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হওয়ায় কোন হতাহতের খবর এখনও অবধি পাওয়া যায়নি। দমকল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে এখনও।

fire1

ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে বিধাননগর থানার পুলিশ। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে, আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে সর্বত্র। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Smita Hari

সম্পর্কিত খবর