তৃণমূলের মদন মিত্রের সঙ্গে হোলি সেলফি বিজেপির শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীর, ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন পায়েল

বাংলাহান্ট ডেস্ক: রবিবার দোল উৎসবের দিন কার্যত তোলপাড় হয়েছে রাজ‍্য রাজনীতি তথা বিনোদন জগৎ। কিছু ভাইরাল (viral) ছবি (photo) ও ভিডিও ঘিরেই শুরু যাবতীয় গুঞ্জন। দোল উৎসবের দিন তৃণমূল নেতা মদন মিত্রের (madan mitra) সঙ্গে দোল উদযাপন করতে ও সেলফি তুলতে দেখা যায় অভিনেত্রী তথা একুশের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee), পায়েল সরকার (payel sarkar) ও তনুশ্রী চক্রবর্তীকে (tanusree chakraborty)।

এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র, দেবাংশু ভট্টাচার্য্য, পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীরা। গঙ্গাবক্ষে লঞ্চের উপর আয়োজন হয় রঙ খেলার অনুষ্ঠান। রঙের উৎসবে এদিন মিলেমিশে এক হয়ে যায় সবুজ ও গেরুয়া রঙ। রঙ খেলার পাশাপাশি তিন অভিনেত্রীর সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় মদন মিত্রকে।

Payel Sarkar, Tanusree Chakraborty, Srabanti Chatterjee and Madan Mitra played doli together
সোশ‍্যাল মিডিয়ায় মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। তুমুল ট্রোল হতে হয় সকলকে। এমনকি ‘বিজেমূল’ বলে কটাক্ষও করেন বাম কংগ্রেস। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকার। নিজের সোশ‍্যাল মিডিয়া পেজে একটি ভিডিও বার্তার পাশাপাশি তিনি লম্বা একটি পোস্টও করেন।

পায়েল লেখেন, ‘নমস্কার আমি পায়েল সরকার।গতকাল দোল উৎসবের সময় একটা ছবি নিয়ে অনেকে আমার উপর হয়তো মনোক্ষুন্ন হয়েছেন। গত ৭০ বছর ধরে পশ্চিমবাংলাতে চলা রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন আমার অসংখ্য বাংলার ভাইবোনেরা। এখানে বিরোধী দলকে তাদের মতপ্রকাশ করতে দেয়া হয় না। বিজেপি করার অপরাধে খুন হয়েছেন ১৪০ এর উপর কার্যকর্তা।অপরাধ তারা বিজেপি করতো। ৭০ বছর ধরে চলা এই রাজনৈতিক হিংসার অবসানের জন্যে বিজেপির সংগ্রাম চলছে। ১৪০ জন শহীদের রক্তের শপথ নিয়ে বলছি তোমাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। Restoration of democracy অথাৎ গণতন্ত্রের পুনরুদ্ধার করাই হবে আমাদের প্রথম কাজ। ২ রা may বিজেপি র সরকার গঠনের পর বিরোধী শাসক একসাথে মিলেমিশে থাকবে এইরকম বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি হবে এই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন,সুস্থ থাকবেন।’

প্রসঙ্গত, এদিন দোল উৎসবের ছবি ভাইরাল হতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপাঞ্জনা মিত্র। এই ছবি দলীয় কর্মীদের মনোবল ভাঙছে বলে মন্তব‍্য করেন তিনি। তবে এই প্রসঙ্গে শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা বলেন এই অনুষ্ঠানে কোনো রাজনীতির রঙ ছিল না।

Niranjana Nag

সম্পর্কিত খবর