ভাইরাল: চুরি করতে এসে AC চালিয়ে ঘুমিয়ে পড়ল চোর, তারপর যা হল…

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাড়িতে চোরের উপদ্রব নতুন কোনও ঘটনা নয়। তবে চুরি করতে এসে ঘুমিয়ে পড়া বোধহয় সবাই গল্পেই শুনেছেন। তবে সম্প্রতি বাস্তবেই এমনটা হল।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুসারে, একটি চোর চুরির উদ্দেশ্যে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢুকে সে একটি ঘরের মধ্যে চলে যায়। যে ঘরটি ছিল বাড়ির মালিকের মেয়ের।

মালিক

কিন্তু সেই ঘরে চোর যখন ঢোকে, তখন এসি দেখে তার চোখ লেগে যায়। তাই সে এসি চালিয়েই শুয়ে পড়ে। তবে সেকি ঘুমোনোর উদ্দেশ্যে শুয়ে ছিল নাকি একটু আরাম অনুভব করতে, তা জানা যায়নি। কিন্তু সে শেষ পর্যন্ত ঘুমিয়েই পড়েছিল।

এসি

পরের দিন সকালে ঘরের মালকিন যখন ঢোকে, চোরকে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে সে রীতিমত ঘাবড়ে যায়। সাথে সাথে পুলিশকে খবর দেয় মালকিন। ঘটনাচক্রে ওই মালকিনও একজন পুলিশ। সেই মত তৎক্ষণাৎ পুলিশ এসে চোরকে ঘুম থেকে জাগায়।

পুলিশ

পরে জানা যায়, সে চুরি করতেই ঢুকেছিল। এমনকি অনেককিছু চুরি করে পালানোর জন্য তৈরিও হয়েছিল চোরটি। তবে এসি দেখে ঘুমের দিকে মন চলে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে (Viral) পড়তেই হেসে লুটোপুটি খেতে শুরু করে নেটিজেনরা।

X