বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ (2nd Phase WB Assembly Poll) আগামী বৃহস্পতিবার। তারআগে আজই নির্বাচনী প্রচারে শেষ দিন। এই পর্বে এবারের নির্বাচনে ‘হটস্পট’ নন্দীগ্রামেও (Nandigram) ভোটগ্রহণ। তার আগে আজ নির্বাচনী প্রচারের শেষ দিনে আদা জল খেয়ে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেরপর এক রোড শো ও জনসভা করে চলেছেন তিনি। সেখান থেকেই প্রধান বিরোধী দল বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে একহাত নিচ্ছেন তিনি।
এদিন নন্দীগ্রামের প্রচারের মাঝে সোনাচূড়ার জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, ‘মাথা ঠান্ডা রাখুন, প্ররোচনায় পা দেবেন না, আপনারাই থাকবেন আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশই। ভিনরাজ্যের পুলিশ এখন অত্যাচার করছে, ভোট পর্ব মিটলে তারা আর থাকবে না, তখন পান্ডাদের দেখে নেব।’ উল্লেখ্য, শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীকে নানান ইস্যুতে একহাত নিচ্ছেন শাসকদল। এমনকি কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বেশে বিজেপি উত্তরপ্রদেশের পুলিশ পাঠাচ্ছে বলেও অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে। তারা বিজেপির কথায়ই কাজ করছে এবং বিজেপির হয়ে টাকা বিলোচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা।
আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রাম সহ ৪ জেলায় মোট ৩০টি আসনে হবে ভোটগ্রহণ। সেই মত জোরকদমে শুরু হওয়া প্রচার আজ অন্তিম দিনে পৌঁছেছে। নির্বাচনী প্রচারে একাধিক জনসভা থেকে মমতা অভিযোগ তুলেছেন, ভিন রাজ্যের পুলিশ এনে ভোট প্রক্রিয়া প্রভাবিত করা হচ্ছে বলে। এর পাশাপাশি ইভিএম মেশিন (EVM Machine) নিয়েও তৃণমূল শিবির কর্মীদের বারবার সতর্ক করে জানিয়েছে , ইভিএম খারাপ হলেও অপেক্ষা করুন, ভোট না দিয়ে ফিরবেন না।
উল্লেখ্য, নিজের কেন্দ্র নন্দীগ্রামে ও দ্বিতীয় দফার ভোট প্রচারের জন্য রেয়াপাড়ায় বাড়ি ভাড়ায় রয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখান থেকেই এদিন নন্দীগ্রামে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে ফের জয় শ্রীরাম স্লোগান তোলেন গেরুয়া শিবিরের (BJP) কর্মী-সমর্থকরা। সেই সব প্রসঙ্গ টেনে এনেই মমতা এদিন বলেন, ‘ভোট পর্ব মিটলে পান্ডাদের দেখে নেব’।