বাংলা হান্ট ডেস্কঃ ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ৪ জেলার ৩০ আসনে নির্বাচন হবে বৃহস্পতিবার। দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে হাই ভোল্টেজ আসন হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। কারণ এই আসন থেকে মুখোমুখি দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একনজরে দেখে নিন দ্বিতীয় দফার নির্বাচনে যেই ৩০টি আসনে ভোট হতে চলেছে, সেই আসন গুলোতে ২০১৬-র বিধানসভা নির্বাচনে কে জিতেছিল? আর ২০১৯-র লোকসভা নির্বাচনে কে এগিয়ে ছিল।
প্রথমেই আসনে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ১ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে নির্বাচন হতে চলেছে। ওই চারটি আসন হল সাগর, গোসাবা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা। ২০১৬-এর নির্বাচনে গোসাবা কেন্দ্রে তৃণমূল জিতেছিল। আর ২০১৯ এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কাকদ্বীপে তৃণমূল জিতেছিল। ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে এগিয়ে তৃণমূল।
দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয়ী হয়েছিল তৃণমূল। ২০১৯ সালে ওই কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। পাথরপ্রতিমা বিধানসভা আসনে ২০১৬ সালে তৃণমূল জয় পেয়েছিল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল ওই আসনে এগিয়ে ছিল।
এবার আসি পূর্ব মেদিনীপুর জেলায়। ১ এপ্রিল পূর্ব মেদিনীপুরের ৯টি আসনে নির্বাচন হতে চলেছে। ওই ৯টি আসনগুলো হল চণ্ডীপুর, তমলুক, নন্দীগ্রাম, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, হলদিয়া, ময়না, মহিষাদল, নন্দকুমার। চণ্ডীপুর আসনে ২০১৬ সালে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। তমলুক আসনে ২০১৬-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল সিপিআই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল।
পাঁশকুড়া পূর্ব আসনে ২০১৬ সালে জয় পেয়েছিল সিপিআইএম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। পাঁশকুড়া পশ্চিম আসনে ২০১৬ সালে তৃণমূল জিতেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। হলদিয়া আসনে ২০১৬ সালে জিতেছিল সিপিআইএম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল।
ময়না বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয়ী হয়েছিল তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। মহিষাদল আসনে ২০১৬ সালে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। নন্দকুমার আসনে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল। হাইভোল্টেজ নন্দীগ্রাম আসনে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনী জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল।
এবার আসি পশ্চিম মেদিনীপুরে। ১ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনে নির্বাচন হতে চলেছে। ওই ৯টি আসনগুলো হল কেশপুর, খড়গপুর সদর, চন্দ্রকোনা, নারায়ণগড়, ঘাটাল, সবং, দাসপুর, পিংলা, ডেবরা।
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ২০১৬-র নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। সবং বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয় পেয়েছিল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল তৃণমূল।
পিংলা বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল তৃণমূল। ডেবরা বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। দাসপুর বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল তৃণমূল।
ঘাটাল বিধানসভা কেন্দে ২০১৬-র নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল তৃণমূল। চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল তৃণমূল। কেশপুর বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল তৃণমূল।
এবার আসি বাঁকুড়ায়। ১ এপ্রিল বাঁকুড়ার ৮টি আসনে নির্বাচন হতে চলেছে। ওই ৮টি আসনগুলো হল সোনামুখী, তালডাংরা, ইন্দাস, বাঁকুড়া, কোতুলপুর, বড়জোড়া, বিষ্ণুপুর, ওন্দা।
তালডাংরা বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। বাঁকুড়া কেন্দ্রে ২০১৬ সালে জয় কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। বড়জোড়া কেন্দ্রে ২০১৬ সালে জয়ী সিপিআইএম। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি।
ওন্দা কেন্দ্রে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। বিষ্ণুপুর কেন্দ্রে ২০১৬ সালে জয়ী কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। সোনামুখী কেন্দ্রে ২০১৬ সালে জয়ী সিপিআইএম। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। কোতুলপুরে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি। ইন্দাসে ২০১৬ সালে জয়ী তৃণমূল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিল বিজেপি।
২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে দ্বিতীয় দফার মোট ১২টি আসনে এগিয়ে বিজেপি। আর বাকি ১৮টি আসনে এগিয়ে তৃণমূল। এখন দেখার বিষয় এটাই যে, দ্বিতীয় দফার মোট ৩০টি আসনে কে জয়লাভ করে। আর এটা দেখার জন্য ২ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।