বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে দ্বিতীয় দফার ভোট (2nd Phase WB Assembly Poll) প্রচার মিটতেই এবার সবদলেরই লক্ষ পরবর্তী দফার দিকে। সব দলের নেতৃত্বরাই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারে। সেই মত একদিকে বিজেপির হয়ে আজ প্রচার চালাচ্ছেন জেপি নাড্ডা (JP Nadda) অন্যদিকে মাথাচাড়া দিয়ে জনসভা করে চলেছেন ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddique)।
এদিন এদিন মেটিয়াবুরুজের (Metiaburuz) বাদমতলায় একটি জনসভা করেন আইএসএফের (ISF) প্রতিষ্ঠাতা আব্বাস। সেখান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একেরপর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন আব্বাস দাবি করেন, ২০১১ সালে এরাজ্যে বিজেপি (BJP) ছিলনা কিন্তু ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলায় বিজেপি এসেছে।’
তিনি আরও বলেন,’মমতা বলেছিলেন ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। কথা রাখেননি তিনি। কোনও জায়গায় তা ফেরত দেওয়া হয়নি।’ এখানেই না থেমে আব্বাস বলেন, ‘উলটে এরাজ্যে মুসলিম ওয়াকফ সম্পত্তির উপর বিজেপির পার্টি অফিস তৈরি করতে সাহায্য করেছেন তিনি। পাশাপাশি ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) একহাত নিয়ে তিনি বলেন, ‘সম্পূর্ন মুসলিম সম্প্রদায়কে নষ্ট করে দিচ্ছেন তিনি। ববি হাকিম বলেছিলেন মেটিয়াবুরুজ মিনি পাকিস্তান’
তবে মেটিয়াবুরুজের বাদমতলায় দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী একটি বিস্ফোরক মন্তব্য করেন এদিন। যা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের একটি বক্তব্যের রেশ ধরে বলেন, ‘মমতা ব্যানার্জি (Mamata Banerjee) রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন, যে গরু দুধ দেয়, সেই গরুর লাথি খাওয়া ভালো। তার মানে মুসলিমরা গরু। মুসলিমদের ভোটের উপরই নির্ভরশীল মমতা। এবার লাথি না-গুতিয়ে দেওয়ার দরকার আছে!’ ঠিক এমন ভাবেই এদিনের জনসভা থেকে তৃণমূল (TMC) সরকারকে একহাত নেন একুশের ভোটের চর্চিত নাম আব্বাস সিদ্দিকী।