বড় ফুল থেকে টাকা নেবেন, আর ছোট ফুলে ভোট দেবেনঃ চাঞ্চল্যকর নিদান অভিষেকের

বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার ভোট প্রচার শেষে একে একে সব রাজনৈতিক দল গুলি পরবর্তী দফার নির্বাচনকে (WB Assembly Poll)  সামনে রেখে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সেই মত এদিন কোচবিহারের (Cooch Behar) সিতাইতে জনসভা করেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে প্রধান বিরোধী দল বিজেপিকে আক্রমণে ঝাঁঝ বাড়ালেন তিনি। বিজেপিকে কালী পুজোর আগে লাইটের সামনে ঘুরে বেড়ানো শ্যামাপোকার সাথে তুলনা করলেন তিনি।

এদিনের সভা থেকে অভিষেক গেরুয়া শিবিরের (BJP) কেন্দ্রীয় নেতৃত্বদের একহাত নেন। তিনি বলেন ,ভোটের আগে এদের দেখা যায়, আর ভোট শেষ হলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও এদের দেখা মেলে না।’ প্রচার মঞ্চ থেকে বিজেপির সোনার বাংলা গড়ে তোলার দাবিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘সোনার বাংলা উচ্চারণ করতে পারেছে না’। কেন দিল্লিতে থেকে সোনার ভারতবর্ষ হয়নি, কেন সোনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, ত্রিপুরা হয়নি তা নিয়ে ফের একবার প্রশ্ন করেছেন অভিষেক।

   

Abhishek Banerjee - Home | Facebook

পাশপাশি নির্বাচনী প্রচারের (Election Campaign) শুরু থেকেই ঘাশফুল শিবির (TMC) বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট চাওয়ার অভিযোগ তুলে এসেছে। এদিন সেই প্রসঙ্গ তুলে এনে অভিষেক বঙ্গবাসীকে নিদান দিলেন,  ‘বিজেপি এখন ৫০০ টাকা দিয়ে ভোট দেওয়ার কথা বলছে। হাত জোর করে বলছি, টাকাটা নিয়ে নেবেন, আর ভোটের বাক্সে উল্টে দেবেন। বড় ফুল থেকে টাকা নেবেন, আর ছোট ফুলে ভোট দেবেন।’ এখানেই থেমে না থেকে অভিষেক বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘মানুষের সঙ্গে বেইমানি করা কী, তা ভোটবাক্সে বোঝাতে হবে।’

এমনকি এদিন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করা আসা বিজেপির এই প্রসঙ্গ টেনে এনে অভিষেক বলেন, ‘গেরুয়া শিবিরের দাবি, তারা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা কৃষকের দল, শ্রমিকের দল, আঞ্চলিক দল। তাহলে তথ্যপরিসংখ্যান দিয়ে দেখান কী করেছেন গত ৭ বছরে। এমনকি রিপোর্ট কার্ড দেখিয়ে উন্নয়নের নিরিখে লড়াই করার হুঁশিয়ারিও দিয়েছেন।’ রিপোর্ট কার্ড প্রসঙ্গে তৃণমূলের যুব সভাপতি দাবি করেন, ‘১০-০ গোল দিয়ে হারাতে না পারলে রাজনীতির ময়দানে পা রাখব না।’

 

ad2

সম্পর্কিত খবর