মেয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সুহানা বারবার বলা সত্ত্বেও এই বদভ‍্যাস ছাড়েননি শাহরুখ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের জীবন খুবই রুটিনে বাঁধা, কড়া ডায়েট মেনেই চলে তাঁদের রোজনামচা। পাশাপাশি নতুন ছবির জন্য বিশেষ ভাবে নিজেকে তৈরি করতেও দরকার পড়ে আলাদা ডায়েটের। সেই রুটিনের থেকে একচুল এদিক ওদিক হওয়ার জো নেই। তাই বলে কী তাঁরা কোনওদিন রুটিন ভাঙেন না?

নিশ্চয়ই ভাঙেন। এমনকি নেশা করতেও দেখা যায় তাঁদের। তবে পুরোটাই ক্যামেরার আড়ালে। পর্দায় যেমনই দেখাক না কেন, নিজেদের ব্যক্তিগত অভ্যাস লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন তারকারা। তবে মাঝে মাঝেই ক্যামেরায় ধরা পড়ে যান তাঁরা। আর তখনই তা হয়ে যায় ভাইরাল। বলিউড তারকাদের মধ্যে এমন অনেক জনপ্রিয় ব্যক্তিই রয়েছেন যারা বাস্তব জীবনে ধূমপানে (smoking) আসক্ত।


এই তালিকায় রয়েছেন শাহরুখ খানও (shahrukh khan)। বলিউড বাদশা শাহরুখ খান যে ধূমপান করেন তা অনেকেই জানেন। এমনকি তিনি নিজেও এই বিষয়ে মুখ খুলেছেন। অনেকবারই ধূমপানরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখ।

তবে নিজের এই বদ অভ‍্যাস নিয়ে নিজেও যথেষ্ট লজ্জিত শাহরুখ। এমনকি বাবাকে ধূমপান ছাড়ানোর জন‍্য মেয়ে সুহানাও কম চেষ্টা করেননি। সুহানার ধমক খেয়ে ধূমপান অনেকটাই কমিয়েছেন বলে জানিয়েছিলেন শাহরুখ। পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টাও করছেন কিন্তু তার জন‍্য সময় লাগবে বলে জানান কিং খান।

একবার টুইটারে এক অনুরাগী শাহরুখের কাছে পরামর্শ চেয়েছিলেন কিভাবে ধূমপান ত‍্যাগ করা যায়। উত্তরে অভিনেতা বলেন, তিনি ভুল লোককে জিজ্ঞাসা করছেন। তবে ধূমপানের অভ‍্যাস যে কতটা ক্ষতিকর তা খুব ভালভাবেই জানেন শাহরুখ। আর তাই সকলকেই এই বদ অভ‍্যাস থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

X