ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, রেকর্ড হারে বাড়ছে তাপমাত্রার পারদঃ আবহাওয়া খবর

বাংলাহান্ট ডেস্কঃ ভোট বাজারের উষ্ণতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার (weather) উত্তাপ। গ্রীষ্মকাল আসার আগেই যেন মধ্য বৈশাখের ছায়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরে সামান্য বৃষ্টির দেখা মিললেও, দক্ষিণে নেই বৃষ্টির পূর্বাভাস। রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাচ্ছে বাতাসের উষ্ণতা।

একদিকে নন্দীগ্রামে ভোটের দিনে রাজনৈতিক পারদ একেবারে সপ্তমে চড়ে রয়েছে। অন্যদিকে তাপমাত্রাও সেই সঙ্গে টেক্কা দিচ্ছে। ৩৮ ডিগ্রি ছাড়িয়ে ৪০-এর দিকে ক্রমশ এগিয়ে চলেছে। বেশকিছু জেলায় অস্বস্তিকর গরম হাওয়া বইলেও, পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

HeatWave Photoj

বৃষ্টির কোন খবর না থাকলেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের এই জেলাগুলোতে লু পড়ার মত অবস্থা তৈরি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এলাকায় প্রবেশ করায় কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

808373 weather ahm

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তবে আগামী বেশ কিছুদিন দক্ষিণ বঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বলেও জানা গিয়েছে। বৃষ্টির কোন খবর নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আগামী বেশকিছু দিন দক্ষিণে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।


Smita Hari

সম্পর্কিত খবর