বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় আজ দ্বিতীয় দফা নির্বাচন। সকাল সকাল বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনে সকলেই পাখির চোখ করে আছেন হাইভোল্টেজ ভোট নন্দীগ্রামের দিকে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বনাম বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের নন্দীগ্রামকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নন্দীগ্রামে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই সকাল সকাল ভোটদান সম্পন্ন করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজেই।
#WestBengalElections2021 | Polling begins at booth number 137 in Bankura, in the second phase of voting for Assembly elections pic.twitter.com/BrcmczzsJZ
— ANI (@ANI) April 1, 2021
বাংলায় দ্বিতীয় সোফার নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, তমলুক, পাঁশকুড়া পূর্ব, মহিষাদল, চণ্ডীপুর, হলদিয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের- পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, চন্দ্রকোনা, কেশপুরেও রয়েছে নির্বাচন। মোতায়েন রয়েছে দুহাজার কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রাখা হয়েছে ২২টি ক্যুইক রেসপন্স টিমও। দ্বিতীয় দফার নির্বাচনে ৩০টি আসনে ভোটের জন্য নির্ধারিত হয়েছে পোলিং বুথ ৩৫৫টি।
বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনের দিন সকাল সকাল বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী বিধি মেনেই কোন দলের হয়ে নয়, বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। ট্যুইটে লিখলেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন’।
আজি অসমত দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে। এই পৰ্যায়ৰ সকলো যোগ্য ভোটাৰক তেওঁলোকৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি গণতন্ত্ৰৰ এই উৎসৱক সুদৃঢ় কৰিবলৈ অনুৰোধ জনাইছো।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
বাংলার পাশাপাশি আজ অসমেও দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। অসমে ২৭ টি আসনে ভোট পর্ব চলবে। বাংলার মানুষের পাশাপাশি অসমবাসীর উদ্দেশ্যেও অহমীয়া ভাষায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ট্যুইটে লেখেন, ‘আজি অসমত দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে। এই পৰ্যায়ৰ সকলো যোগ্য ভোটাৰক তেওঁলোকৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি গণতন্ত্ৰৰ এই উৎসৱক সুদৃঢ় কৰিবলৈ অনুৰোধ জনাইছো’।