বাংলাহান্ট ডেস্কঃ চলছে নির্বাচনী মরশুম। এরই মাঝে সড়ক (highway) নির্মানে দ্রুততার সঙ্গে বিশ্বরেকর্ড গড়েছে ভারত (india)- এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)। এখানেই শেষ নয়, মার্চ মাসেই তিনটে রেকর্ড তৈরি করে, বর্তমানে সবচেয়ে দ্রুত রাস্তা নির্মাণের রেকর্ড করেছে ভারত।
দিল্লী-ভদোদরা-মুম্বই এক্সপ্রেসওয়ে প্রকল্পে গত ফেব্রুয়ারি মাসে এক সড়ক নির্মান করেন ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এক ঠিকাদার সংস্থা প্যাটেল ইনফ্রাস্ট্রাকচার। মাত্র ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পরিমাণ রাস্তা নির্মান করে রেকর্ড তৈরি করে।
অন্যদিকে, সোলাপুর থেকে বিজাপুরের ৫২ নম্বর জাতীয় সড়কে ২৫.৫৪ কিলোমিটার লম্বা রাস্তা মাত্র ১৮ ঘণ্টায় সম্পন্ন করে NHAI ঠিকাদারি সংস্থার আইজেএম ইন্ডিয়া নামে এক সংস্থা। এই দীর্ঘ রাস্তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য তাঁরা একসঙ্গে প্রায় ৫০০ জন শ্রমিক নিযুক্ত করেছিলেন।
হিসেবে দেখা গিয়েছে, প্রতিদিন গড়ে ৩৭ কিমি করে রাস্তা নির্মিত হয়েছে ভারতে ২০২০-২১ অর্থবর্ষে। যার মধ্যে NHAI নির্মান করেছে প্রায় ১৩,৩৯৪ কিলোমিটার রাস্তা। ভারতে দ্রুততম সড়ক নির্মানের রেকর্ডের মধ্যে এটিও অন্যতম।
এবিষয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন, ‘অন্যান্য সব কৃতিত্বের মতই সড়ক নির্মানের দিক থেকে সবচেয়ে দ্রুত রাস্তা নির্মানের কৃতিত্ব এখন ভারতের। ২.৫ কিলোমিটার লম্বা, চারলেনের রাস্তা মাত্র ২৪ ঘণ্টায় এবং ২৫ কিলোমিটার দীর্ঘ এক লেনের রাস্তা একদিনের মধ্যেই তৈরি করতে সক্ষম হয়েছে ভারত। এর পাশাপাশি সড়ক নির্মানের ক্ষেত্রে মার্চ মাসেই বৃহৎ তিনটে রেকর্ড গড়েছে ভারত’।