গরমে চটজলদি ঘর ঠাণ্ডা করতে চান! এখনই কিনে ফেলুন এই সমস্ত গাছ

বাংলাহান্ট ডেস্কঃ গরমে নাজেহাল হয়ে পড়ছেন? বাইরে বাড়িতে একই রকম গরম অনুভূত হচ্ছে? ফ্যানের হাওয়া যেন আর গায়েই লাগছে না? গরমকাল এলেই এইসকল সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। সেইসঙ্গে আবার স্কীন র‍্যাশ তো উপরই পাওনা বলা চলে।

তবে NASA-র আর্থ সায়েন্স স্টাডি দাবি করছে, এমন কিছু গাছ (tree) আছে যা প্রচণ্ড গরমের মধ্যে পাতার মাধ্যমে কিছুটা আর্দ্রতা মোচন করে। যার ফলে চারপাশের পরিবেশ কিছুটা ঠাণ্ডা অনুভূত হয়। আসুন দেখে নেওয়া যাক সেই গাছগুলো-

cats 181

অ্যালো ভেরা- এই গাছ একদিকে যেমন ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে, তেমনই তাপমাত্রা কমাতেই খুবই উপকারী।

2860.oghlm0

ফিকাস বেঞ্জামিনা- এই গাছ বাতাসে আর্দ্রতা মোচনের ইঙ্গিত দিয়ে চোখের জল ফেলে। ঘরের শোভা বাড়ানোর সঙ্গে উপরি পাওনা এই গাছের তাপমাত্রা শীতল রাখার ক্ষমতা।

@mr mrs greenpic1

স্পাইডার প্ল্যান্ট- ঘরের ভেতরে ছায়ায় রাখুন এই গাছ। দেখবেন বাতাস পরিশুদ্ধ করে ঘরের ঘরের উষ্ণতা অনেকখানি কমিয়ে দেবে।

Room 4

বস্টন ফার্ন- ঘরের শোভা বাড়ানোর সঙ্গে এই গাছের অন্যতম প্রধান কাজ হল বাতাস পরিশুদ্ধ রাখা। তাই এই গাছ ছায়ায় রেখে বার বার জল দেওয়া উচিত।

DSCF0200

পিস লিলি- এই গাছের ফুল একাধারে যেমন ঘরের শোভা বাড়ায়, তেমনই কিন্তু বাতাস শীতল রেখতেও সাহায্য করে। তবে এই গাছ কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন। এই গাছের বড় বড় পাতা দেখে কিনলে, ভালো কাজে দেবে।

sansevieria trifasciata snake plant sc 838x1024 1

স্নেক প্ল্যান্ট- জানলার উপর রেখে দিন এই গাছ, দেখবেন উত্তাপ শোষণ করে ঘরের আবহাওয়াকে শীতল করে তুলবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর