বাংলাহান্ট ডেস্কঃ বসন্তে বসেও মনে হচ্ছে ঘোর গ্রীষ্মে রয়েছি। ক্রমাগত চড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় আবহাওয়ার (weather) আরও কঠিন পরিস্থিতির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এপ্রিল এবং জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে উপরে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যান্য বছররের তুলনায় এবছর বেশকিছুটা আগেই গ্রীষ্মের অনুভুতি আসতে শুরু করেছিল। বসন্তে কোকিলের সুমধুর কন্ঠের আওয়াজ প্রায় ডুমুরের ফুলের মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বসন্তেই রোদের তেজে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির কোন দেখা নেই। অন্যান্য বার দোলের আগে পরে সামান্য বৃষ্টি হলেও, এবার বৃষ্টি তো দূরস্থর, ঠাণ্ডা বাতাসও অনুভব হল না।
হাওয়া দফতর জানাচ্ছে, আগে মে মসে তীব্র দাবদাহ সহ্য করতে হত। তারপর গত ১০ বছর ধরে এপ্রিলেই সূর্য নিজের রূপ দেখাতে শুরু করেছিল। কিন্তু এবছর সমস্ত রেকর্ড ভেঙ্গে গিয়েছে, মার্চেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলেছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির জন্য বৃষ্টির অভাবকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে। আজ সকাল থেকে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বিরাজ করবে অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আগামী বেশকিছু দিন দক্ষিণে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।