বাংলাহান্ট ডেস্ক: দু বছর আগে জি বাংলায় (zee bangla) পথচলা শুরু করেছিল ‘আলো ছায়া’ (alo chaya)। ২০১৯ সালের সেপ্টেম্বরের শুরুতেই সম্প্রচার শুরু হয়েছিল আলো ছায়ার। দুই মাসতুতো বোনের কাহিনি নিয়ে তৈরি এই সিরিয়াল। মাসতুতো বোন হলেও রক্তের সম্পর্কের বোনের থেকে কম কিছু না আলো ছায়ার বন্ধুত্ব।
দেখতে দেখতেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছিল এই সিরিয়াল। টানা দু বছর ধরে ভাল টিআরপি ধরে রেখেছিল আলো ছায়া। কিন্তু সম্প্রতি টিআরপি রেটিংয়ে একটু বদল দেখা গিয়েছে। সময়ও বদল হয়েছে সিরিয়ালের। সন্ধ্যা ছটার বদলে রাত দশটা। সব দিক বিবেচনা করেই এবার এই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেলের তরফে।
টিআরপি ও সময়ের পাশাপাশি আলো ছায়ার চিত্রনাট্যের কথা মাথায় রেখেও এই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিরিয়ালের ‘আলো’ ওরফে দেবাদৃতা বসু। এমনটাই জানিয়েছেন ক্রিয়েটিভ প্রোডিউসার সুশান্ত দাসও। দু দিন আগে গত ৩১ মার্চই হয়ে গিয়েছে সিরিয়ালের শেষ এপিসোডের শুটিং।
শেষ দিনে আলো ছায়ার গোটা পরিবারকেই দেখা গেল এক সঙ্গে। সবার মুখেই বিষন্নতার ছায়া। দেবাদৃতার কথায়, দুবছর ধরে এক সঙ্গে থাকতে থাকতে সত্যিই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলেন সকলে। কিন্তু শেষের দিকে তাল কাটার ব্যাপারটা সবাই বুঝতে পারছিলেন।
তবে দেবাদৃতারও যে একটা ব্রেকের দরকার ছিল তা স্বীকার করেছেন তিনিও। একটানা একই রকম চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। এমনকি অন্য জায়গা থেকে প্রস্তাব পেলেও জি বাংলার সঙ্গে চুক্তির কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।