বাংলাহান্ট ডেস্কঃ একদিকে বাংলায় তাপমাত্রা রেকর্ড সীমা পার করে যাচ্ছে, আর অন্যদিকে বৃষ্টি নিয়ে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর (weather office)। একদিকে যেমন চড়ছে তাপমাত্রার পারদ, তেমনই অন্যদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস।
অন্যান্য বছররের তুলনায় এবছর বেশকিছুটা আগেই গ্রীষ্মের অনুভুতি আসতে শুরু করেছিল। বসন্তে কোকিলের সুমধুর কন্ঠের আওয়াজ প্রায় ডুমুরের ফুলের মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বসন্তেই রোদের তেজে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির কোন দেখা নেই। অন্যান্য বার দোলের আগে পরে সামান্য বৃষ্টি হলেও, এবার বৃষ্টি তো দূরস্থর, ঠাণ্ডা বাতাসও অনুভব হল না।
তব এবারে এই কাঠফাটা রোদের তেজের থেকে মুক্তি খবর শোনাল হাওয়া অফিস। আগামীকাল বাংলার উত্তরের পাশাপাশি দক্ষিণের বেশকিছু এলাকায় কলকাতাসহ, পূর্ব মেদিনীপুর, নদীয়া, হাওড়া, হুগলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। সেইসঙ্গে জানিয়েছে, এই মরসুমের প্রথম কালবৈশাখী হতে পারে সপ্তাহের শেষের দিকেই।
আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন না হলেও, সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এখনই উষ্ণতার পারদ নামবে না। থাকবে আরও বেশকিছু দিন। বসন্তের রোদে নাজেহাল বঙ্গবাসীর জন্য সুখবর নিয়ে আগামীকাল আসছে বৃষ্টির ছোঁয়া। কিছুটা স্বস্তি পেতে পারে বাংলার মানুষ।