কেউ পাশ করেছেন উচ্চমাধ‍্যমিক, কেউ পেরোতে পারেননি স্কুলের গণ্ডিও! দেখুন তারকা প্রার্থীদের শিক্ষাগত যোগ‍্যতা

বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে তারকা (celebrity) চমক দিতে পিছু হটেনি তৃণমূল থেকে বিজেপি কোনো দলই। হেভিওয়েট সিনেমার নায়িকা থেকে টেলি জগতের জনপ্রিয় মুখ, নির্বাচনের আগে সকলেরই রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক দেখা গিয়েছে। বলা বাহুল‍্য এবারের নির্বাচনে সমস্ত লাইমলাইট গিয়ে পড়েছে এই তারকা প্রার্থীদের উপর। এবার দেখে নিন এই তারকাদের শিক্ষাগত যোগ‍্যতা।

সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়- বাঁকুড়া থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন সায়ন্তিকা। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক তিনি। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করেছেন সায়ন্তিকা।

Sayantika Banerjee
রাজ চক্রবর্তী- ব‍্যারাকপুরে তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর শিক্ষাগত যোগ‍্যতা উচ্চমাধ‍্যমিক পাশ। জানা গিয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে উচ্চমাধ‍্যমিক পাশ করেছেন রাজ।

Raj Chakraborty compressed 1280x720 1
কৌশানি মুখার্জি- কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী তিনি। হেরম্ব চন্দ্র কলেজ থেকে বাণিজ‍্যে স্নাতক তিনি।

Koushani Mukherjee smiling picture
সোহম চক্রবর্তী- চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী তিনি। কলকাতা বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক পাশ করেছেন সোহম।

Hiran 810x480 1
হিরণ চট্টোপাধ‍্যায়- খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ‍্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পাশ করেছেন তিনি।

তনুশ্রী চক্রবর্তী- শ‍্যামপুরের বিজেপি প্রার্থী তিনি। কলকাতা বিশ্ববিদ‍্যালয় থেকে কলাবিভাগে স্নাতক তনুশ্রী।

308075 payelsss
পায়েল সরকার- যাদবপুর বিশ্ববিদ‍্যালয় থেকে ইতিহাসে স্নাতক বেহালা পূর্বের বিজেপি প্রার্থী।
শ্রাবন্তী চ‍্যাটার্জি- বেহালা পশ্চিম থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেন শ্রাবন্তী। তাঁর শিক্ষাগত যোগ‍্যতা মাধ‍্যমিক পাশ।

1200px Yash Dasgupta Profile picture
যশ দাশগুপ্ত- চন্ডীতলা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন যশ। সিবিএসই বোর্ডে সেকেন্ডারি স্কুল এক্সাম পাশ করেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর