বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় দফার নির্বাচনের আগের দিন খুন বিজেপি কর্মীর স্ত্রী। অভিযোগের আঙুল শাসক দল তৃণমূলের দিকে। হুগলির গোঘাটে ঘটে যাওয়া এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, প্রথমে বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় বিজেপি কর্মীর স্ত্রী মাধবী আদককে (৪৩)। এরপর লাথি মেরে ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হয় ওনাকে। মারধর সহ্য করতে না পেরে মৃত্যু হয় ও গৃহবধুর। সোমবার রাতে হুগলির গোঘাট থানা এলাকার বদনগঞ্জে এই ঘটনা ঘটে।
বিজেপির দাবি, এলাকায় বহিরাগত গুন্ডা ঢুকিয়েছিল তৃণমূল আর তাঁদের সামনে রুখে দাঁড়িয়েছিল মাধবীদেবী। এরপরই দুষ্কৃতীরা মাধবীদেবীর উপর চড়াও হয় আর তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করে এবং বুকের মধ্যে সজোরে লাথি মারে। রাত একটা নাগাদ ওই গৃহবধুর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মৃতার দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। বিজেপির অভিযোগ, ভোটে এলেকায় সন্ত্রাস ছড়াতে বহিরাগত দুষ্কৃতী ঢুকিয়েছিল তৃণমূল। আর তাঁদের সামনে রুখে দাঁড়ায় বছর ৪৩-এর ওই গৃহবধূ। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।