‘নকশাল কাকু, প্লিজ আমার বাবাকে ফিরিয়ে দাও’- কান্নায় ভেঙে পড়ল নিখোঁজ জওয়ানের ছোট্ট মেয়ে

বাংলাহান্ট ডেস্কঃ ছত্তীসগড়ের (chattisgarh) বিজাপুরে মাওবাদী (naxal) হামলায় নিহত জন ২২ জন সিআরপিএফ জওয়ান। তবে এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন হলেন জম্মুর রাকেশ্বর সিং মানহসের। আগামী ১৫ এপ্রিলই পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, তাঁর অপহরণের খবরে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের প্রতিটি সদস্য থেকে শুরু করে তাঁর বছর ৫-এর ছোট্ট অবুঝ মেয়েটির দুচোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে। নকশাল, মাওবাদী- এসব না বুঝলেও, তাঁর বাবার প্রতি ভালোবাসা থেকে চোখে জল নিয়েই সে নকশাল কাকুদের উদ্দেশে বলছে, ‘বাবাকে আমি খুব ভালোবাসি। পাপাকে খুব মিস করছে পাপার পরী। নকশাল আঙ্কেল, প্লিজ আমার বাবাকে বাড়িতে ফিরিয়ে দেও’।

এই একরত্তির করুন আর্তি দেখে গোটা পরিবার কান্নায় ভেঙ্গে পড়েছে। কান্না ভেজে গলায় রাকেশ্বরের স্ত্রী জানিয়েছেন, ‘দিন পাঁচেক আগে স্বামীর সঙ্গে কথা হওয়ার সময় উনি জানিয়েছিলেন, একটা অভিযানে যাচ্ছেন। কিন্তু ফিরে এসে ফোন করার কথা থাকলেও, তার মধ্যে এসব হয়ে গেল। বিজাপুর থেকে স্থানীয় সাংবাদিকের পরিচয় দিয়ে সোমবার বিকেলে এক ব্যক্তি আমাকে ফোন করে মাওবাদীদের হাতে আমার স্বামীর অপহরণের কথা জানান এবং আমাকে মুক্তির জন্য একটি ভিডিও বার্তা পাঠাতে বলেন। আমি ভিডিও বার্তা পাঠিয়ে দিই। কিন্তু উনি কি করে আমার নম্বর পেলেন, সেটা বুঝতে পারলাম না’।

এরপর সরকারের কাছে করুন আর্তি জানিয়ে রাকেশ্বরের স্ত্রী আবেদন করেন, ‘উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে যেভাবে পাকিস্তান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছিল, আমি চাই প্রধানমন্ত্রী একই ভাবে আমার স্বামীকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন’।


Smita Hari

সম্পর্কিত খবর